আজ ১২ জুন। বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস। ‘প্রজন্মের জন্য নিরাপত্তা ও সুস্বাস্থ্য’ প্রতিপাদ্য নিয়ে বিশ্বজুড়ে দিবসটি পালিত হচ্ছে। শিশুর অধিকার সুরক্ষা ও ঝুঁকিপূর্ণ শিশুশ্রম প্রতিরোধের লক্ষ্যে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ২০০২ সাল থেকে দিবসটি পালন করে আসছে।
শিশুদের ঝুঁকিপূর্ণ কাজ থেকে বিরত রাখা এবং তাদের জন্য সমান সুযোগ নিশ্চিতের আহ্বান জানানো হয়েছে কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল এ খালিদের গানে। তার লেখা ‘পথকলি’ শিরোনামের গানে পথের ধারে জন্ম নেয়া একটি শিশুর করুণ আর্তি ফুটে উঠেছে। যেখানে গীতিকার শিশুটির মাধ্যমে আহ্বান জানিয়েছেন যাতে সব শিশুর সঠিকভাবে বেড়ে ওঠার জন্য সমান সুযোগ নিশ্চিত করা হয়।
আহমেদ ইমতিয়াজ বুলবুলের সুর ও সংগীতায়োজনে জন সচেতনতামূলক গানটিতে কণ্ঠ দিয়েছেন ক্ষুদে গানরাজখ্যাত শিল্পী নওশীন তাবাসসুম স্মরণ।
গানটি মাহবুবুল এ খালিদের নিজস্ব ওয়েবসাইট www.khalidsangeet.com-এ প্রকাশিত হয়েছে।
উল্লেখ্য, শিশুদের নিয়ে এবং শিশুদের জন্য কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল এ খালিদের লেখা বেশ কিছু গান রয়েছে। অটিজম নিয়ে তার লেখা গান ‘অটিজম তো কিছু নয়’ অটিস্টিক শিশুদের সম্পর্কে ভুল ধারণা দূর করে তাদের সঠিকভাবে বেড়ে ওঠার দিক নির্দেশনা দেয়।
এছাড়াও, বিভিন্ন শিক্ষামূলক বিষয়ে সমৃদ্ধ মাহবুবুল এ খালিদের গান ও কবিতা।
‘পথকলি’ গানটি শুনুন এই লিংকে-