রাষ্ট্রীয় আমন্ত্রণে নেপাল ঘুরে এলেন ইমতু

সম্প্রতি নেপালে রাষ্ট্রীয় আমন্ত্রণ পেয়ে দেশটিতে বেড়াতে গিয়েছিলেন বাংলাদেশের মডেল, অভিনেতা ও উপস্থাপক ইমতু রাতিশ। গত ২ জুন নেপালে যান। ফেরেন ১০ জুন। পাহাড়বেষ্টিত দেশটির নানা এলাকা, উপত্যকায় এলাকায় ঘুরে মুগ্ধ ইমতু।

‘হিমালয় ও ট্রাভেল মার্ট-২০১৮’ এবং ‘ইস্ট ট্যুরিজম মার্ট-২০১৮’ এর সঙ্গে সার্বিক তত্বাবধানে ছিল নেপাল ট্যুরিজম মন্ত্রণালয়। ইমতু বলেন, নেপালে তো আগে কয়েকবার গিয়েছি। কিন্তু এবার রাষ্ট্রীয় আমন্ত্রণ পেয়ে আমি সত্যিই গর্ববোধ করছি।

জানা গেছে, বাংলাদেশের মিডিয়া থেকে ইমতুই একমাত্র সেখানে আমন্ত্রণ পেয়েছিলেন। ইমতু বলেন বিমানে চড়ে হিমালয়ের সবগুলো চূঁড়া একদম কাছ থেকে দেখেছি, এমনকি পাইলটের সঙ্গে ককপিটে বসে হিমালয় দেখার প্রথম অভিজ্ঞতা হলো। সারাংকোটের ১৭০০ ফিট উঁচু পাহাড় থেকে সূর্যোদয় দেখেছি।

ইমতু বলেন, ৩০০ ফিট উঁচুতে প্যারাগ্লাইডিং করেছি। মোট ২০০০ ফিট উঁচুতে উঠছিলাম, ৮০০০ ফিট ওপরে হিল্লে, ধারনে এলাকায় গিয়েছি। নেপালে সাবমেট্রোপলিটোন শহর বিরাটনগরেও গিয়েছি। বিরাটনগর অনেক বাংলাদেশি বেড়াতে যায়। সেখানকার মানুষরা বাংলাদেশের মতো।

ইমতু এর আগে এর আগে ২০১১ ও ২০১৪ সালে মালয়েশিয়াতে রাষ্ট্রীয় আমন্ত্রণে দুইবার একই উদ্দেশ্যে গিয়েছিলেন। এবার গেলেন নেপাল। ফের মালয়েশিয়াতেও পেয়েছেন আমন্ত্রণ। সেপ্টেম্বরে যাবেন।

তিনি বলেন, নেপাল সফরে গিয়ে একটি বেসরকারি চ্যানেলের ট্রাভেল শো করে এসেছি। আগামীতে প্রচার হবে। আমার সাথে ক্যামেরায় ছিলেন মোস্তাক জাহিদ।