ঈদ আয়োজন

গল্পের আড়ালে জীবনের ছবি

পেশাজীবী নারীদের প্রাপ্তি ও অপ্রাপ্তির কাহিনি নিয়ে তৈরি হয়েছে ‘গল্পের আড়ালে জীবনের ছবি’। সাতজন ভিন্ন পেশার নারীর অজানা গল্প টেলিছবির মাধ্যমে উপস্থাপন করা হবে। নির্মাণ করেছেন শিহাব শাহীন, মোস্তফা কামাল রাজ, মাবরুর রশীদ বান্নাহ, শ্রাবণী ফেরদৌস, মাহমুদুর রহমান হিমি, নিয়াজ কামরান আবীর, রুবেল হাসান ও সাদিয়া জাফরীন। ‘হেবি মেটাল বউ’, ‘অভিমানী’, ‘হ্যালো ৯১১—লাভ এমারজেন্সি’, ‘পরশ’, ‘মানুষ’, ‘র‌্যাম্প রান’ ও ‘একদিন সোফিয়া’—টেলিছবিগুলোতে অভিনয় করেছেন পূর্ণিমা, জাকিয়া বারী মম, শবনম ফারিয়া, তানজিন তিশা ও টয়া। গ্রামীণফোন নিবেদিত টেলিছবিগুলো জিটিভিতে ঈদের দিন থেকে সাত দিন রাত ১১টা ৫০ মিনিটে প্রচারিত হবে।

বিহাইন্ড দ্য সিন নিয়ে বুবলি

দুই বছরের ক্যারিয়ারে মুক্তি পেয়েছে ‘বসগিরি’, ‘শ্যুটার’, ‘অহংকার’ আর ‘রংবাজ’। সব ছবিই ভালো ব্যবসা করেছে। শুধু তা-ই নয়, ছবিগুলোর গানও হয়েছে হিট। আর সেই সব গানের শুটিং মুহূর্ত, আগে-পরের নানা ঘটনা বলবেন একটি ঈদ অনুষ্ঠানে। ‘আমার ছবি আমার গান’ নামের অনুষ্ঠানটি উপস্থাপনাও করবেন তিনি। ৭ জুন শুটিং হয়েছে একটি অভিজাত হোটেলে। বুবলি বলেন, ‘পর্দায় আমরা কী করছি দর্শকরা সেটাই শুধু দেখে। কিন্তু বিহাইন্ড দ্য সিনে যে কত ঘটনা থাকে জানে না। আমি চেয়েছি আমার গানগুলোর পেছনের ঘটনা সবাই জানুক। অনুষ্ঠানটি দেখা যাবে ঈদের তৃতীয় দিন দুপুর ১টায়, একুশে টেলিভিশনে।’

এটিএনে দশ পর্বের ৬ ধারাবাহিক

এবার ঈদে ৬টি দশ পর্বের ধারাবাহিক নাটক প্রচার করবে এটিএন বাংলা। ঈদের দিন থেকে ঈদের দশম দিন পর্যন্ত প্রচারিত হবে এসব ধারাবাহিক। সর্দার রোকনের পরিচালনায় প্রতিদিন সকাল ৯টা ৩০ মিনিটে প্রচারিত হবে ‘প্ল্যাটফর্ম’। সন্ধ্যা ৬টায় বি ইউ শুভর পরিচালনায় ‘তোমার চোখে দুচোখ রেখে’। অভিনয়ে পীযূষ বন্দ্যোপাধ্যায়, শহীদুজ্জামান সেলিম, তারিন জাহান, আনিসুর রহমান মিলন, আরফান আহমেদ, নাজিরা মৌ, কল্যাণ কোরাইরা, তানভির, শামিমা তুষ্টি, নাদিয়া নদী প্রমুখ। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মোহন খানের পরিচালনায় ‘নিয়ম মেনে চলবো’। অভিনয়ে ইন্তেখাব দিনার, আহসান হাবীব নাসিম, ইমন, রওনক হাসান, অনি, নাজিরা মৌ প্রমুখ। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে জুয়েল মাহমুদের পরিচালনায় ‘পাঁচ শালি মাশাল্লাহ’। অভিনয়ে আল মনসুর, ইলোরা গহর, সজল, জেনী, সবুজ রহমান প্রমুখ। রাত ৮টায় শামিম জামানের পরিচালনায় ‘চুটকী ভাণ্ডার-৫’। এ ছাড়া রাত ৯টা ৩০ মিনিটে সাগর জাহানের পরিচালনায় ‘নসু ভিলেনের সংসার’। নাটকটি ২০১৭ সালের ঈদুল ফিতরে প্রচারিত ‘নসু ভিলেন’ নাটকের সিক্যুয়াল। অভিনয়ে আল মনসুর, চঞ্চল চৌধুরী, আ খ ম হাসান, আরফান আহমেদ, নাদিয়া নদী, তানজিকা আমিন, শাহানাজ খুশি প্রমুখ।

শাফিনের ‘ভালোবাসার জানালায়’

আপাতত একক ক্যারিয়ার নিয়েই এগিয়ে যাচ্ছেন শাফিন আহমেদ। পহেলা বৈশাখে সিডি চয়েসের ব্যানারে একটি সিঙ্গল গান প্রকাশ করেছিলেন। এবার ঈদ উপলক্ষে জি-সিরিজের ব্যানারে নিয়ে আসছেন ‘ভালোবাসার জানালায়’। আজ-কালের মধ্যে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে গানটির ভিডিও আপলোড করা হবে। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটির সুর-সংগীতও করেছেন শাফিন। ঢাকায় দুই দিন ধরে গানটির ভিডিওর শুটিং হয়েছে। নির্মাতা মঞ্জু আহমেদ।

শাফিন আহমেদ বলেন, ‘একদিন স্টুডিওতে বসে গুনগুন করতে করতে গানটির সুর আসে। এক বসাতেই পুরো সুরটি তৈরি করে ফেলি। এরপর সুরের ওপর কথা বসানো হয়। দুজন তরুণ-তরুণীর প্রথম দেখা এবং সেই থেকে ভালোলাগা-ভালোবাসা নিয়ে গানটির গল্প। আর সেই গল্প অনুযায়ী দৃশ্যায়ন করা হয়েছে। ভিডিওটি খুবই সিম্পল, তবে একটা টুইস্ট আছে। আশা করি শ্রোতারা পছন্দ করবেন।’ শাফিন আরো জানান, বিভিন্ন টিভি চ্যানেলেও ভিডিওটি দেখানো হবে।

আজম খান

আজম খানের নাটক ও টেলিছবি

ক্যারিয়ারের বয়স মাত্র তিন বছর হলেও আজম খান এর মধ্যে অনেক নাটক ও টেলিছবিতে কাজ করেছেন। এই ঈদেও আজম অভিনীত একাধিক নাটক-টেলিছবি দেখা যাবে বিভিন্ন চ্যানেলে। মাসুম শাহরিয়ারের রচনায় ‘একদিন খুঁজেছিনু যারে’, ফারিয়া হোসেনের রচনায় ‘বিয়ের শাড়ি’, ইফফাত আরেফিন মাহমুদের রচনায় ‘দ্বিতীয় যাত্রার আগে’, রুম্মান রশীদ খানের রচনায় ‘নতুন সকাল’, বদরুল আনাম সৌদের রচনায় ‘দুপুরবেলার গল্প ছোট’ পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। এ ছাড়া রয়েছে পারভেজ ইমামের রচনায় ও রাফাত মজুমদার রিংকুর পরিচালনায় ‘বিবাহ ইমপসিবল’, মেজবাহ উদ্দিন সুমনের রচনা ও সাজ্জাদ সুমনের পরিচালনায় ‘কলুর বলদ’, সেজান নূরের রচনা ও আজাদ আল মামুনের পরিচালনায় ‘শেষ পৃষ্ঠা’, ‘রকিব হুসেনের রচনা ও এস এম কামরুজ্জামান সাগরের পরিচালনায় ‘চোখের জল’, প্রসূন রহমানের রচনা ও সাখাওয়াত মানিকের পরিচালনায় ‘এসো নীপবনে’, তুহিন হোসেনের রচনা ও পরিচালনায় ‘সেরের উপর সোয়া সের’, নূর সিদ্দিকের রচনা ও তুহিন হোসেনের পরিচালনায় ‘টোনাটুনির প্রেম’, সেজান নূরের রচনা ও সর্দার রোকনের পরিচালনায় ‘প্ল্যাটফর্ম’, দয়াল সাহার রচনা ও সাজ্জাদ সুমনের পরিচালনায় ‘ফুটবল ফারুক’। এই নাটক ও টেলিছবিগুলো প্রচারিত হবে এটিএন বাংলা, চ্যানেল আই, আরটিভি, দেশ টিভি, বাংলাভিশন ও গাজী টিভিতে।