আমি এ ধারণাকে ভুল প্রমাণ করেছি: কারিনা

সম্প্রতি মুক্তি পেয়েছে বলিউড তারকা কারিনা কাপুরের পোস্ট প্রেগন্যান্সি ফিল্ম ‘ভিরে দি ওয়েডিং’। ব্যাপক প্রশংসিত হওয়ার পাশাপাশি বক্স অফিসে দারুণ ব্যবসা করেছে সিনেমাটি। তৈমুরের জন্মের পর এ সিনেমা দিয়েই কামব্যাক করেছেন বডিগার্ডের নায়িকা। সেই সাথে প্রচলিত একটি ধারণাকে ভুল প্রমাণ করলেন কারিনা।

ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রচলন রয়েছে যে, বিয়ে হলেই নাকি নায়িকাদের ক্যারিয়ার শেষ। কিন্তু কারিনা প্রমাণ করলেন জনপ্রিয়তা কিংবা যোগ্যতা থাকলে বিয়ে ক্যারিয়ারে কোনো প্রভাব ফেলতে পারে না।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কারিনা জানান, বিয়ে করলে আর কাজ পাবো না, এমন কথাও শুনতে হয়েছে আমাকে। কিন্তু সেই পরিস্থিতি বদলে ফেলেছি আমি। এ ধারণা যে ভুল, সেটাই প্রমাণ করলাম।

কারিনা আরও জানান, মা হয়ে আমার যতটা ভাল লেগেছে, অভিনয়ও আমার কাছে ততটাই ভাল লাগার। ‘আমি তো দু’দিকই সমান ব্যালান্স করছি। আর যে পথ বেছে নিয়েছি তাতে আমি খুশি।

আর তাই কারিনা মনে করেন, বিয়ে, মাতৃত্ব এগুলো মেয়েদের জীবনে খুব স্বাভাবিক ঘটনা। তার জন্য ক্যারিয়ারে কোনো ক্ষতি হয় না।

তৈমুরকে সময় দেওয়ার ক্ষেত্রেও নিজেদের কর্তব্য ভাগ করে নিয়েছেন সাইফিনা দম্পতি। যার ফলে নিজেদের কাজ ব্যালেন্স করতে অসুবিধা হচ্ছেনা তাদের।