পাঁচ বছর পর মুক্তি

পাঁচ বছর পর ফের নতুন একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন জনপ্রিয় টিভি অভিনেত্রী মুক্তি। আনজাম মাসুদের নির্দেশনায় ‘স্ট্রং এনাজিং ড্রিংক’-এর বিজ্ঞাপনচিত্রে দেখা যাবে তাকে। সম্প্রতি বিএফডিসিতে বিজ্ঞাপনটির শুটিং হয়েছে। এতে মুক্তিকে একজন স্কুল ছাত্রী হিসেবে দেখা যাবে বলে জানান নির্মাতা আনজাম মাসুদ। মুক্তি বলেন, ‘পাঁচ বছর আগে আনজাম ভাইয়ের নির্দেশনাতেই একটি বিজ্ঞাপনে কাজ করেছিলাম। পাঁচ বছর পর তার নির্দেশনায় আবার বিজ্ঞাপনে কাজ করেছি। আনজাম ভাই অনেক গুছিয়ে কাজ করেন। যে কারণে তার নির্দেশনায় কাজ করতে সবসময়ই আমি স্বাচ্ছন্দ্যবোধ করি। নতুন বিজ্ঞাপনের কাজটিও বেশ ভালো হয়েছে। আশা করছি দর্শক পছন্দ করবেন।’ আনজাম মাসুদ বলেন, ‘বিজ্ঞাপনে গল্পের প্রয়োজনেই তাকে একজন স্কুল ছাত্রী হিসেবে দেখা যাবে এবং যথারীতি বিজ্ঞাপনটিতে মুক্তি বেশ ভালো করেছে। এটি প্রচারে এলে দর্শকের ভালো লাগবে।’ বিজ্ঞাপনী সংস্থা ‘প্রিয়ন্তী’র সিইও মনোয়ার পাঠান জানান, তারই তত্ত্বাবধানে ঈদের আগে কিংবা ঈদ চলাকালীন বিজ্ঞাপনটি বিভিন্ন চ্যানেলে প্রচার শুরু হবে। নির্মাতা আনজাম মাসুদ সনিক প্রাইম গ্রুপের তিনটি পণ্যের বিজ্ঞাপন টানা তিনদিন ধরে নির্মাণ করেছেন। এগুলো হচ্ছে ‘স্ট্রং এনার্জি ড্রিংক’, ‘সনিক রিয়েল চিপস’ ও ‘সনিক গুড়া মসলা’। মুক্তির প্রথম বিজ্ঞাপনচিত্র ছিলো তারিক আনাম খানের নির্দেশনায় সার্ফ এক্সেল। এরপর বহু বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন তিনি। এবারের ঈদে মুক্তিকে শামীম জামানের নিদের্শনায় দুটি নাটকে দেখা যাবে। নাটক দুটি হচ্ছে ‘চুটকি ভাণ্ডার’ ও ‘বন্ধু বেঈমান’। তার অভিনীত প্রথম চলচ্চিত্র ছিলো হাছিবুল ইসলাম মিজান পরিচালিত ‘তুমি আছো হৃদয়ে’। এটি ২০০৭ সালে মুক্তি পায়। এতে তার বিপরীতে অভিনয় করেছিলেন কায়েস আরজু। এই চলচ্চিত্রে এস আই টুটুলের গাওয়া ‘হও যদি তুমি নীল আকাশ, আমি মেঘ হবো আকাশে’ গানটি এখনো শ্রোতাদের মুখে মুখে ফেরে।