অর্ষার ‘পাঞ্জাবি’

দেশটিভিতে ঈদের ৬ষ্ঠ দিন রাত ৮টা ৪৫ মিনিটে প্রচার হবে অর্ষা অভিনীত ঈদের বিশেষ নাটক ‘পাঞ্জাবি’। লিটু সাখাওয়াতের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সকাল আহমেদ। এতে আরো অভিনয় করেছেন রওনক হাসান, ইভানা প্রমুখ। নাটকটি গল্পে দেখা যাবে, মজু দর্জি। বয়স ৩৫। অবিবাহিত। গলির মুখে ছোট্ট তার দর্জির দোকানটি। কাজের চাপ তেমন একটা নেই। কেননা, দর্জি হিসেবে তার তেমন একটা নাম-ডাক নেই। তাছাড়া ভাঙাচোরা দোকান হেতু জোড়াতালি দেওয়ার কাজ ছাড়া কেউ মজুর কাছে সেলাইয়ের কাজ নিয়ে আসে না। এ নিয়ে মজুর কোনো আক্ষেপ নেই। আক্ষেপ, আফসোস, হতাশা যাই বলা যাক না কেন, তা হলো তার বিয়ে নিয়ে। বয়স পেরিয়ে যাচ্ছে কিন্তু তার বিয়ে হচ্ছে না। একে তো অভাবী, তার ওপর চেহারাটাও আহামরি সুন্দর নয়। পাত্রী তো দূরের কথা কোনো পাত্রীর অভিভাবকও তাকে পছন্দ করে না। এ রকম অবস্থায় একদিন এক ভদ্রলোক মজুর কাছে আসে একটা পাঞ্জাবি বানাতে। মাপ দিয়ে তিনদিন পরে আসবে বলে জানিয়ে ভদ্রলোক চলে যায়। বহুদিন পর ভালো একটা কাজ পাওয়াতে মজু বেশ আনন্দের সাথে পাঞ্জাবি বানাতে থাকে। দিনরাত কাজ করে একদিনেই সে পাঞ্জাবিটা বানিয়ে ফেলে। বেশ ফোকাসে রেখে সে পাঞ্জাবিটা দোকানে সাজিয়ে রাখে যাতে সবার নজরে পড়ে। নজরে পড়েও সবার। মজু যে এত ভালো কাজ জানে কেউ তা আগে বোঝেনি!