আবারও কিংবদন্তী অভিনেতা এটিএম শামসুজ্জামানের মৃত্যু নিয়ে গুজব ছড়িয়েছে। সোমবার রাতে ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে পড়ে এ অভিনেতার মৃত্যুর গুঞ্জন। একটি স্বনামধন্য টিভি চ্যানেলও সেই খবর প্রচার করে।
পরে ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, এ অভিনেতার কিছু হয়নি। তিনি ভালো আছেন। এটিএমের পরিবারে খোঁজ নিয়েও জানা গেছে, ভালো আছেন এটিএম শামসুজ্জামান। তিনি এখন বাসাতেই আছেন।
আর নিজের কানে এমন গুজব শুনে ক্ষেপলেন এটিএম। ফেসবুক লাইভে এসে তিনি বলেছেন, আগেও বেশ কয়েকবার যারা আমার মৃত্যুর গুজব ছড়িয়েছেন তারা ইতর লোক। আর একাত্তর চ্যানেলের মত এমন একটা চ্যানেল কীভাবে এমন নিউজ করে। তারা তো আমার বাসায় একটা ফোন করে খোঁজ নিতে পারতেন যেদিন মারা যাবো সেইদিন তো আর কেউ বাঁচিয়ে রাখতে পারবে না।’
উল্লেখ্য, গত এপ্রিলেও একবার মৃত্যুর গুজব ওঠে এই অভিনেতার।