ম্যাচে পুতিন-সৌদি যুবরাজের লড়াই, রাশিয়া যাচ্ছেন যুবরাজ সালমান!

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় সারাবিশ্ব। বিশ্বের শক্তিধর রাশিয়ার প্রেডিডেন্ট পুতিনের মুখোমুখি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। বাদশা থেকে ফকির সকলেই মধ্যেই যেন টানটান উত্তেজনা বিরাজ করছে। দরজায় কড়া নড়ছে রাশিয়া বিশ্বকাপ। রাশিয়ার মিত্র নাকি শত্রু তা পরে জানার বিষয়।

তার আগে আগামী সপ্তাহে রাশিয়া সফরে যাচ্ছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। বিশ্বাকাপের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান ও নিজের দেশের খেলা উপভোগের জন্য তিনি এই সফর করতে যাচ্ছেন বলে জানিয়েছে রাশিয়ার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পাসকভ।

আরব নিউজ ও রয়টার্স সূত্রে জানা যায়, ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে রাশিয়ায় উপস্থিত থাকবেন মোহাম্মদ বিন সালমান। এছাড়া, ১৪ জুন উদ্বোধনী ম্যাচে নিজ দেশের খেলা উপভোগ করবেন সৌদি যুবরাজ। ৩২ দলের মধ্যে উদ্বোধনী অনুষ্ঠানে রাশিয়ার মুখোমুখি সৌদি আরব।

উল্লেখ্য কিছু দিন আগে সৌদি যুবরাজের মুত্যুর গুজব ছড়ায়। রিয়াদের রাজপ্রাসাদের বাইরে গোলাগুলির ঘটনায় মোহাম্মদ বিন সালমান গুলিবিদ্ধ হয়েছিলেন বলে গুঞ্জন শুরু হয়েছিল বিশ্বজুড়ে। পরে, গুঞ্জনকে ভুল প্রমাণিত করে যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে নিয়ে ছবি ও ভিডিও প্রকাশ করে সৌদি আরব।

রাজপ্রাসাদের বাইরের ওই গোলাগুলির ঘটনার পর দেশের বাইরে এটাই তার প্রথম রাষ্ট্রীয় সফর।