ঈদকে সামনে রেখে নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছেন ঘরমুখো মানুষ। কর্মব্যস্ত নগরী, ক্লান্তিকর জীবন থেকে কিছু দিনের জন্য প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে চিরচেনা নিজ নিজ বাড়িতে ছুটে চলেছেন নগরবাসীরা।
ঈদ যাত্রার দ্বিতীয় দিনের মতো সোমবার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। দিনের প্রথম ট্রেন সুন্দরবন এক্সপ্রেসের মাধ্যমে ঈদ যাত্রার চলাচল শুরু হয়।
রেলওয়ে স্টেশন সূত্রে, সোমবার কমলাপুর স্টেশন থেকে দেশের বিভিন্ন স্থানে ৬৩টি ট্রেন ছেড়ে যাবে। এর মধ্যে ৩০টি আন্ত:নগর, ট্রেন বাকিগুলো মেইল ও ঈদ স্পেশাল।
চট্টগ্রামগামী যাত্রী হামিদ বিশ্বাস তার পরিবারের ৫ জন সদস্য নিয়ে মহানগর প্রভাতী করে চট্টগ্রামে যাচ্ছিলেন। তিনি জানান, ২য় দিনের অগ্রিম টিকিটগুলোও ১০ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে কেটেছিলেন। ভিড় এড়াতেই পরিবারের সদস্যদের নিয়ে আগেই রাজধানী ছাড়ছেন তিনি। মা-বাবা, আত্মীয়স্বজনের সঙ্গে বেশ কয়েকটা দিন থাকা যাবে, এ অনেক আনন্দের।
পাপিয়া নামের অপর এক যাত্রী বলেন, অনেক সংগ্রামের পর ট্রেনের টিকেট পেয়েছি, ভাবছিলাম হয়তো ট্রেনে শিডিউল বিপর্যয় হবে। তবে সব শঙ্কা দূর হয়েছে, সঠিক সময়েই খুলনার উদ্দেশে ছেড়ে যাচ্ছি।