মাত্র এক যুগ আগেও ‘মেসেঞ্জার’ শুনলে সকলে স্বাভাবিক ভাবেই ধরে নিত ইয়াহু, অথচ এখন মেসেঞ্জার বলতে আমাদের মস্তিষ্ক স্বয়ংক্রিয়ভাবে ফেসবুক চিন্তা করে। সময় স্পষ্টতই পরিবর্তনশীল।
৮ জুন শুক্রবার, ইয়াহু কর্তৃপক্ষ মেসেঞ্জার সেবাটি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে। আগামী মাসের ১৭ তারিখ থেকে আর ব্যবহার করা যাবে না ইয়াহু মেসেঞ্জার। তবে যারা পুরাতন মেসেজগুলো সংরক্ষণ করতে চান তারা বিশেষ একটি ওয়েবসাইটের মাধ্যমে আগামী ৬ মাসের মধ্যে মেসেজ হিস্টোরি ডাউনলোড করতে পারবেন। এরপর আর্কাইভও বন্ধ হয়ে যাবে।
১৯৯৮ সালে যাত্রা শুরু করে ইয়াহু মেসেঞ্জার। ২০১৫ সালে সম্পূর্ণ নতুন ভার্সনও নিয়ে আসে। কিন্তু একসময় তুমুল জনপ্রিয়তা পাওয়া এই ইনস্ট্যান্ট ম্যাসেজিং সেবা আজকের ফেসবুক বা হোয়াটসঅ্যাপের মতো ম্যাসেজিং সেবার সঙ্গে কোনোভাবেই পেরে উঠছে না। তাই নিজেদের কার্যক্রম গুটিয়ে নিচ্ছে।
‘ইয়াহু মেসেঞ্জার’ বন্ধ করে দিলেও ইনস্ট্যান্ট মেসেজিং সেক্টর থেকে বিদায় নিচ্ছে না ইয়াহু কর্তৃপক্ষ। ‘ইয়াহু স্কুইরেল’ নামে উন্নত একটি মেসেঞ্জার নিয়ে আসছে প্রতিষ্ঠানটি।
গত বছর জনপ্রিয় এওএল মেসেঞ্জার (এইম) নিজেদের গুটিয়ে নিয়েছিল।