ফেসবুকে নতুন বন্ধু যোগ হলেই মেসেঞ্জারে নটিফিকেশন। বন্ধুকে ‘হ্যান্ডস আপ’ বা হাত তালি দিতে হবে।
নতুন বন্ধু তালিকায় যুক্ত হয়েছে। তাকে ‘হ্যান্ডস আপ’ দিতে হবে কেন? এমন অভিযোগ ব্যবহারকারীদের।
তাইতো এই ফিচারকে জনপ্রিয় করতে আপডেট করছে সামাজিক যোগাযোগের জনপ্রিয় এই মাধ্যম।
ফেসবুক জানিয়েছে, এই ফিচার আরো ব্যবহার উপযোগী করতে আমরা কাজ করছি। অনেকেই এটি ব্যবহার করে আনন্দ পাচ্ছেন। আবার অনেকেই বিরক্ত হচ্ছেন। দুইজনের কথা চিন্তা করেই হ্যান্ডস আপে আপডেট আনা হচ্ছে।
কোন ব্যবহারকারী যদি এই ফিচার ব্যবহার করতে না চান তাহলে তাকে হ্যান্ডস আপের নোটিফিকেশন পাঠাবে না ফেসবুক।