ওমর শাহ: ৬ কি.মি. দৈর্ঘ্যের বিশ্বের সবচেয়ে বড় ইফতার দস্তরখান বিছিয়ে নতুন রেকর্ড গড়ল সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র দুবাইয়ের পুলিশ প্রশাসন। ‘যায়েদের জন্য জন সাধারণের ইফতার’ শিরোনামে দুবাইয়ের শিল্পাঞ্চল জাবালে আলী স্থানে এ আয়োজন করা হয়। এ আয়োজন সম্পন্ন করতে ১২ হাজার ৮৩০ জন কর্মচারী নিয়োগ দেওয়া হয়। খবর: আল আরাবিয়া
এসময় দুবাই পুলিশের ইন্সপেক্টর মেজর জেনারেল আব্দুল্লাহ খলিফা আল মুরি বলেন, এ উদ্যোগের উদ্দেশ্য শায়েখ যায়েদের মানবিক সেবা ও মানবিক মূল্যবোধে সাধারণ মানুষকে উদ্বোধ্য করা। গত পাঁচ বছর যাবত আরব আমিরাত বৈদেশিক সহায়তার দিক দিয়ে প্রথম নাম্বারে রয়েছে।
এ আয়োজনের তত্ত্বাবধায়ক মেজর জেনারেল আস সালাম আস সাঈদ বলেন, এ আয়োজনে দুবাই পুলিশের ২৫০ জন সদস্যও অংশ নেন। যারা ধারাবাহিক ২০০ ঘণ্টা পরিশ্রম করে এ উদ্যোগ সম্পন্ন করেন। এ আয়োজনে ট্রাফিকেও কোনো ধরণের সমস্যা সৃষ্টি করেনি।