পরাণের ঈদ উপহার ‘গাঙচিল’

ঈদকে সামনে রেখে বাংলা সঙ্গীত জগতে চলছে নতুন নতুন গানের আয়োজন। বছরের এই সময়টায় বাংলা সঙ্গীত জগতের চিত্রে আসে নানা রকমের বৈচিত্রতা। বাংলা সঙ্গীতপ্রিয় শ্রোতাদর্শকের হৃদয়কে গানে গানে ভরে দিতে দেশের খ্যাতিমান শিল্পীদের পাশাপাশি নতুনদের উপস্থিতিও চোখে পড়ার মতো।

ভালবাসার মানুষ সব সময় পাশে থাকবে এমনটাই আশা করে সবাই। সুখে-দুঃখে দুজনে পাশাপাশি থাকতে চায়। তাইতো বিশেষ মানুষের প্রতি নিজের ভালবাসার গভীরতা প্রকাশ করতে মনের গাঙে তাকে গাঙচিল হিসেবে কামনা করেছেন।

যখন ইচ্ছে কাঁটবে সাঁতার।
ইচ্ছে হলে উড়বে আবার।
এরই মাঝে খুঁজে নিবো সুখের অনাবিল।
বন্ধু আমার মনের গাঙে হইও রে গাঙচিল।

ভালবাসার মানুষের প্রতি এমন ব্যাকুলতাকে সুন্দর ও সাবলীল কথামালায় সাজিয়েছেন তরুণ গীতিকবি রবিউল আউয়াল। আর গাঙচিল শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন আলোচিত কন্ঠশিল্পী পরাণ। গানের সুর করেছেন পরাণ নিজেই এবং সঙ্গীতায়োজন করেছেন রোজেন। গানটি শ্রোতাদের উপহার দেওয়ার জন্য সার্বিক সহযোগীতা করছেন ইথুন বাবু।

গীতিকবি রবিউল আউয়াল বলেন, গাঙচিল গানের কথাগুলো মূলত ভালবাসার এক অন্যরকম অনুভূতির বহিঃপ্রকাশ। প্রেমিক হৃদয়ের বাসনা, তার ভালবাসার মানুষ হাসবে-খেলবে, ইচ্ছে মতো ঘুরে বেড়াবে তার মনের গাঙে অন্য কোথাও যাবে না। মনের গাঙেই হবে তার বসবাস। গাঙচিল গানটি পরাণ অসাধারণ গেয়েছে, চমৎকার ছিল তার গানের মিলোডি। রোজেন ভাইয়ের সঙ্গীতায়োজন গানটিকে আরো সমৃদ্ধ করেছে। তবে গাঙচিল গানটি শ্রোতাদের ভাল লাগতেই হবে। কারণ এটা ভালো লাগার মতোই একটি গান। এই গানটির জন্য বিশেষ কৃতজ্ঞতা ইথুন বাবু ভাইয়ের কাছে।

কণ্ঠশিল্পী পরাণ বলেন, ভালবাসা আর ভাল লাগা থেকেই গাঙচিল গানটির জন্ম। রবিউল ভাই সত্যিই চমৎকার গান লিখেছেন। তিনি গানের ছন্দ মাত্রায় বেশ সতর্কতা অবলম্বন করেন। গাঙচিল গানের কথাগুলো বেশ রোমান্টিক। আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছি ভাল করতে। শ্রোতাদের হৃদয়ে গানটি বেশ সাড়া জাগানোর মতো একটি গান। তাছাড়া রবিউল ভাই ভাল গান লিখে তার প্রমাণ আমার গাওয়া ‘কোটা কমাও মেধা বাঁচাও’ শিরোনামের গানটি।

গাঙচিল মিউজিক ভিডিওটির কাজও ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। গানের মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন পরাণ ও সোনিয়া। ভিডিওটি পরিচালনা করেছেন সোহাগ। খুব শিগগিরই গানের ভিডিওটি আহসান মিউজিক ভিডিওর ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন। এখনই গানের ট্রেইলার দেখতে ঘুরে আসুন https://youtu.be/FuUliRAhr3A