একে একে সবাই কেন খুন হচ্ছে? ঈদের দিন দেখুন ‘কালের পুতুল’

কে আগে কে পরে জানা যায় না। একে একে খুন হয়ে যাচ্ছে সবাই। সবাই শঙ্কায়, কিন্তু কেন? এটাই সিনেমার প্রাণ। কোনো প্রধান চরিত্র নেই। সবাই প্রধান। সবাই সবাইকে সন্দেহ করে সবাই। এমন একটি গল্প নিয়ে নির্মিত ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘কালের পুতুল’ মুক্তি পেয়েছে গত ৩০ মার্চ।

অ্যাগাথ্রি ক্রিস্টির রহস্য উপন্যাস এবং তেন্ডস ইফতে ইয়ার নাইট দ্বারা অনুপ্রাণিত এ চলচ্চিত্রটি নির্মাণ করেছেন আ কা রেজা গালিব। এটি তার প্রথম চলচ্চিত্র নির্মাণ। থ্রিলার ঘরাণার এ ছবিতে অভিনয় করেছেন রায়সুল ইসলাম আসাদ, ফেরদৌস, বিটি রানী সরকার, শাহেদ আলী, লুত্ফর রহমান জর্জ, রেইতু সাত্তার প্রমুখ।

ছবিটির কাহিনী প্রসঙ্গে ফেরদৌস বলেন, আমি এ ছবিতে একজন মনোরোগ বিশেষজ্ঞের ভূমিকা পালন করেছি, আমি আশাবাদী যে, দর্শকরা ছবিটি দেখে খুব বিনোদন পাবেন। টিপিক্যাল প্রেম-ভালোবাসার বর্ণনা দেখতে দেখতে যারা হাপিয়ে উঠেছেন তারা আলাদা স্বাদ পাবেন ছবিটি দেখে, বললেন, বিটি রানী সরকার। ছবির কাহিনীতে দেখা যাবে- দশ জনের একটি দল বেড়াতে যায় বান্দরবনে। সেখানে রহস্যময় এক ব্যক্তির আমন্ত্রণ। তারপর একে একে খুন হতে থাকে তাদের দলের সদস্যদের। কিন্তু কেন এ হত্যাকান্ড, কে বা কারা খুন করছে এর কোনো খোঁজ মিলছে না। এভাবে গল্প এগিয়ে যেতে থাকে। খুনের আসল রহস্য উদঘাটন করতে ছবিটি উপভোগ করতে হবে ঈদুল ফিতরের দিন বিকেল ২.৩০ মিনিটে চ্যানেল আইতে।