ক্ষমা চেয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া

কোয়ান্টিকো’ নিয়ে বিতর্কের জেরে ভারতীয়দের কাছে ক্ষমা চেয়েছেন বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া।এক টুইটার বার্তায় রোববার আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করেন তিনি।টুইটারে প্রিয়াঙ্কা বলেন, আমি একজন গর্বিত ভারতীয়। কারো অনুভূতিতে আঘাত করার অভিপ্রায় কখনই আমার নেই। সম্প্রতি কোয়ান্টিকোর একটি পর্বে সবাই মর্মাহত হওয়ায় আমি দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করছি।

এনডিটিভি জানায়, গত পহেলা জুন এবিসি চ্যানেলে পর্বটি সম্প্রচার হয়। এতে ভারতীয় হিন্দু জাতীয়তাবাদীরা পাকিস্তানে সন্ত্রাসী হামলার ছক কষছে বলে দেখানো হয়। চরমপন্থী হিন্দুরা কাশ্মীরে একটি সম্মেলনকে সামনে রেখে ওই হামলার পরিকল্পনা করেন বলে পর্বটিতে তুলে ধরা হয়। এরপর থেকেই বিক্ষোভ চলছে ভারতে। ব্যানার-পোস্টার নিয়ে রীতিমতো রাস্তায় নামে ক্ষুব্ধ একটি গোষ্ঠী। তারা ভারতে প্রিয়াঙ্কা চোপড়াকে নিষিদ্ধ করারও দাবি তোলেন।

কোয়ান্টিকো’ গোয়েন্দা সিরিজে এফবিআই এজেন্ট এলেক্স প্যারিস চরিত্রে অভিনয় করছেন প্রিয়াঙ্কা।এই বিতর্ক শুরুর পর টুইটারে প্রিয়াঙ্কা বলেন, ‘আমি আন্তরিকভাবে ক্ষমা চাই। আমি একজন গর্বিত ভারতীয় যা কখনই বদলানোর নয়।