এইমাত্র পাওয়াঃ কক্সবাজারে পাহাড় ধসের আশঙ্কা ! লোকজনকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ

রোববার (১০ জুন ) রাতে ভারী বর্ষণের কারণে কক্সবাজারের বিভিন্ন এলাকার লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসন।
আগামী কয়েকদিনও এই ভারী বর্ষণবৃষ্টিপাত অব্যাহত থাকবে বলেও জানায় জেলা প্রশাসন।এই নির্দেশনা জানিয়ে পৌর এলাকার ৫ ওয়ার্ডে (৬,৭, ৮, ৯, ১০ এবং ১২ নম্বরের একাংশ)

মাইকিং করা হচ্ছে।জেলা সহকারী আবহাওয়াবিদ আবদুর রহমান বলেন,গত ২৪ ঘণ্টায় কক্সবাজারে ১৮০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
এটাকে ভারী বর্ষণ বলা চলে। আগামী কয়েকদিনও এ বৃষ্টিপাত অব্যাহত থাকবে।এজন্য পাহাড় ধসের আশঙ্কায় জেলা প্রশাসনের পক্ষ থেকে লোকজনকে নিরাপদ আশ্রয়ে

সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে । জেলা প্রশাসক কামাল হোসেন জানান, পৌর শহরে মাইকিং করা হচ্ছে। সবাইকে নিরাপদে সরিয়ে আনা হচ্ছে।
জেলা প্রশাসন এবং পৌরসভার পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।পৌর মেয়র মাহবুবুর রহমান বলেন, পৌর শহের দু’টি মাইক নামানো হয়েছে।

পৌর শহরের প্রিপারেটরি উচ্চ বিদ্যালয়, ডি-ওয়ার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পাবলিক লাইব্রেরি খুলে দেওয়া হয়েছে। যারা আশ্রয়কেন্দ্রে থাকবেন তাদের সেহেরিরও ব্যবস্থা রয়েছে।