কারাবন্দী বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরীক্ষা নিরীক্ষার জন্য আবার বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেয়া হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
খালেদা জিয়া মাইল্ড স্ট্রোক করেছিলেন বলে তার তিন জন ব্যক্তিগত চিকিৎসক দাবি করার পরদিন রোববার সকালে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান আইনমন্ত্রী।
আইনমন্ত্রী বলেন, আমি শুনেছি, বেগম জিয়া কারাগারে রোজা রেখেছিলেন, তার সুগার লেভেল কমে গিয়েছিল। পরে খালেদার ইচ্ছানুযায়ী শনিবার চিকিৎসকরা তাকে দেখে এসেছেন। এ সময় খালেদা জিয়া তাদের জানিয়েছেন তার মাইল্ড স্ট্রোক হয়েছে।
তিনি আরও বলেন, যেসব পরীক্ষা-নিরীক্ষা করে সিদ্ধান্ত নিতে হয় যে মাইল্ড স্টোক হয়েছে কি না, সে ব্যাপারে আজ তাকে বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটিতে নিয়ে যাওয়া হবে বলে আমাকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন।
কখন বিএনপি নেত্রীকে হাসপাতালে নেয়া হবে, এই প্রশ্নে অবশ্য মন্ত্রী কোনো সময় জানাতে পারেননি। বলেন, আমি সময় জানি না।
গত ৮ ফেব্রুয়ারি পাঁচ বছরের কারাদণ্ড হওয়ার পর বিএনপি নেত্রীকে ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়। ২৮ মার্চ তার অসুস্থতার বিষয়ে গুঞ্জন শোনা যায়, আর ১ ফেব্রুয়ারি গঠন করা হয় মেডিকেল বোর্ড।
এই বোর্ডের পরামর্শে গত ৭ এপ্রিল বিএনপি নেত্রীর বেশ কিছু এক্সরে করা হয় বঙ্গবন্ধু মেডিকেলে। তবে বিএনপির পক্ষ থেকে তাকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়ার দাবি করা হচ্ছে।