আলমডাঙ্গার জামজামী পুলিশ ক্যাম্পের এএসআই সুজনকে ইয়াবা সেবনের অভিযোগে চুয়াডাঙ্গা পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। ওসি আবু জিহাদ খান শনিবার রাত ৯টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকের প্রশ্নে কাউকেই ছাড় দেবে না পুলিশ।
এলাকা সূত্রে জানা গেছে, জামজামী পুলিশ ফাঁড়ির এএসআই সুজন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। কিন্তু পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করায় তিনি অনেকটা বিপদে পড়ে যান।
সুজন পার্শ্ববর্তী ইবি থানার নৃসিংহপুর গ্রামের মাদক ব্যবসায়ী জয়ের কাছ থেকে ইয়াবা এনে সেবন করতেন। তিনি শনিবার রাতে জয়ের কাছ থেকে ১১ পিস ইয়াবা কেনেন। এরপর দরদাম নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়ে যায়। এক পর্যায়ে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে পাশের মনোহরদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশিক ঘটনাস্থলে ছুটে যান। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হওয়ার আগেই জয় পালিয়ে যান। সুজনকে আটকের পর আশিক মনোহরদিয়া ক্যাম্পের পুলিশ সদস্য অচীন্ত কুমার পালকে খবর দেন। অচীন্ত বিষয়টি নিশ্চিত হয়ে ওসিকে জানান। ওসি শনিবার রাত ১০টার দিকে সুজনকে জামজামী ফাঁড়ি থেকে চুয়াডাঙ্গা পুলিশ লাইনে ক্লোজ করেন।