ঈদযাত্রা নির্বিঘ্নে ২৩ মনিটরিং টিম সক্রিয়: সংসদে কাদের

ঈদকে সামনে রেখে নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছেন ঘরমুখো মানুষ। কর্মব্যস্ত নগরী, ক্লান্তিকর জীবন থেকে কিছু দিনের জন্য প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে চিরচেনা নিজ নিজ বাড়িতে ছুটে চলেছেন নগরবাসীরা। তবে ঈদ যতই এগিয়ে আসছে সড়কপথে ঈদযাত্রার ভোগান্তির রূপ প্রকট হবে বলে যাত্রীসাধারণের আশঙ্কা।

এদিকে পবিত্র ঈদুল ফিতরে ঘরমুখী মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে কেন্দ্রীয়ভাবে ২৩টি মনিটরিং টিম কাজ করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার সকালে সংসদ অধিবেশনে ঝালকাঠি-১ আসনের এমপি বজলুল হক হারুনের লিখিত প্রশ্নের জবাবে তিনি একথা জানান। স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়।

বজলুল হক হারুন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর কাছে জানতে চান, সারাদেশে মহাসড়কগুলো জরাজীর্ণমুক্ত রাখতে কেন্দ্রীয়ভাবে নিয়মিত মনিটরিং এবং দ্রুত সংস্কার কাজে সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করবে কিনা?

জবাবে মন্ত্রী বলেন, এই কার্যক্রম মনিটরিংয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ২৩টি মনিটরিং টিম কাজ করে যাচ্ছে। প্রতিবছরের মতো এবারো ঈদে ঘরমুখী মানুষের যাতায়াত নির্বিঘ্ন করার জন্য কেন্দ্রীয়ভাবে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। মহাসড়কে যান চলাচলে প্রতিবন্ধকতা দেখা দিলে তা দ্রুত সমাধান করা হচ্ছে।

তিনি বলেন, চলতি ২০১৭-২০১৮ অর্থবছরে সড়ক মেরামত খাতে ২ হাজার ৩৩৪ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এই টাকা দিয়ে জনগণের সুষ্ঠু যাতায়াতের জন্য মহাসড়কের প্রয়োজনীয় সংস্কারকাজ করা হচ্ছে।

ওবায়দুল কাদের জানান, সারাদেশে সড়ক ও জনপদ বিভাগের আওতায় ২১৩০২.০৮ কিলোমিটার মহাসড়ক রয়েছে। বর্তমান সরকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণের মাধ্যমে নিরন্তর ও মহাসড়ক নেটওয়ার্কের উন্নয়ন করে চলেছে।