ঈদকে সামনে রেখে নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছেন ঘরমুখো মানুষ। কর্মব্যস্ত নগরী, ক্লান্তিকর জীবন থেকে কিছু দিনের জন্য প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে চিরচেনা নিজ নিজ বাড়িতে ছুটে চলেছেন নগরবাসীরা।
তবে শুরুতেই তাদের পড়তে হচ্ছে শিডিউল ভোগান্তিতে। রোববার সকালে ঈদযাত্রার প্রথম ট্রেনটি কমলাপুর থেকে ছেড়ে যায়নি ঠিক সময়ে।
সকাল ৬টা ২০ মিনিটে দিনের প্রথম ট্রেন সুনন্দরবনের যাত্রা হওয়ার কথা থাকলেও সেটি ৫০ মিনিট দেরিতে যাত্রা করে খুলনার উদ্দেশে।
তবে ঘরমুখো হাজারো মানুষ নিয়ে কমলাপুর রেলস্টেশন ছেড়ে যায় ট্রেনটি। যাত্রার প্রথম দিনেই ছিল উপচেপড়া ভিড়। তবে শিডিউল ভোগান্তিতে পড়া যাত্রীদের মধ্যে ছিল মিশ্র প্রতিক্রিয়া।
কমলাপুর রেলস্টেশনে এক যাত্রী বলেন, ৬টা ২০ মিনিটে এই ট্রেন ছাড়ার কথা থাকলেও ছাড়ছে ৭টা ১৫ মিনিটে। বাসে ভোগান্তি বেশি, তাই এবার ট্রেনে যাচ্ছি। কিন্তু এখন দেখছি ট্রেনেও একই অবস্থা। তবে নির্দিষ্ট সময়ে ট্রেন ছাড়লে ভালো হতো।