বিয়ের ৬ বছরের মাথায় ‘সুখী’ দাম্পত্যের এ-কেমন পরিণতি হলো!

পশ্চিমবঙ্গের হাওড়ার লিলুয়ায় এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, নিহতের শ্বশুরাবাড়ির লোকজন তাঁকে গলায় ফাঁস দিয়ে হত্যার পর ঝুলিয়ে রাখে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী পলাতক রয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে লিলুয়া থানার পুলিশ।

জানা গেছে, ৬ বছর আগে লিলুয়ার বাসিন্দা শুভাশীষ মণ্ডলের সঙ্গে বিয়ে হয় মৌমিতা মণ্ডলের। স্থানীয়রা জানিয়েছেন, শুভাশীষদের পাশের এলাকাতেই থাকতো মৌমিতা। প্রেম করে করে বিয়ে হয় দুজনের। নিহতের পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই টাকার জন্য মৌমিতার ওপর অত্যাচার শুরু করে শ্বশুরবাড়ির লোকজন। সারাক্ষণ বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দিতে থাকে স্বামী শুভাশীষ।

এই নিয়ে দিনে দিনে সাংসারিক অশান্তি চরম পর্যায়ে পৌঁছায়। এরপরই শনিবার মৌমিতার ঝুলন্ত লাশ উদ্ধার হয়। শ্বশুরবাড়ির লোকজন দাবি করেছে, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে মৌমিতা। যদিও, মৌমিতার বাবার বাড়ির লোকজনের দাবি, তাঁকে খুন করা হয়েছে। মৌমিতার শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাতের চিহ্ন মিলেছে। আঘাত রয়েছে মাথায়, গায়ে, হাতে-পায়ে।

এই ঘটনায় ইতোমধ্যেই মৌমিতার শ্বশুরবাড়ির বিরুদ্ধে লিলুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে তাঁর পরিবার। অভিযোগের প্রেক্ষিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে ঘটনার পর থেকেই পলাতক স্বামী শুভাশীষ। তাঁর ফোনও বন্ধ রয়েছে।

  • ব্রেকিংবিডিনিউজ২৪ / ০৯ জুন ২০১৮ / তানজিল আহমেদ