কণ্ঠশিল্পী আসিফ আকবরের জামিন আবেদন প্রত্যাহার করে নিয়েছেন তার আইনজীবী। তবে প্রত্যাহারের কারণ জানা যায়নি।
আজ রবিবার আসিফের পক্ষে তার তার আইনজীবীরা তথ্যপ্রযুক্তি আইন ও প্রতারণার অভিযোগে ৫৭ ধারায় দায়ের করা মামলায় জামিন আবেদন প্রত্যাহার করেন। আদালতের তেজগাঁও থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা তাহেরা বেগম বিয়ষটি নিশ্চিত করেছেন।
রবিবার সকালে ঢাকা মহানগর হাকিম আদালতে এ আবেদন করা হয়েছিল। জামিন আবেদনের ওপর আজই শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
এর আগে গত সোমবার (৪ জুন) সন্ধ্যায় আরেক সঙ্গীতশিল্পী শফিক তুহিন আইসিটি আইনে আসিফ আকবরের বিরুদ্ধে এই মামলাটি করেন। এতে আসিফ ছাড়াও আরও ৪-৫ জনকে আসামি করা হয়।
এরপর গত বুধবার দিবাগত রাতে রাজধানীর মগবাজারে আসিফ আকবরের স্টুডিও থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল তাকে গ্রেফতার করে। সেদিন দুপুরে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কেশব রায় চৌধুরী আসিফের জামিন ও রিমান্ড আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠান।