তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের মামলায় গ্রেফতার জনপ্রিয় কন্ঠশিল্পী আসিফ আকবরের জামিনের আবেদন করা হয়েছে।
রবিবার ঢাকার সিএমএম আদালতে আসিফের পক্ষে তার আইনজীবী অ্যাডভোকেট কাজী নজীবউল্লাহ হিরু এই জামিন আবেদন করেন।
এর আগে গত সোমবার (৪ জুন) সন্ধ্যায় আরেক সঙ্গীতশিল্পী শফিক তুহিন আইসিটি আইনে আসিফ আকবরের বিরুদ্ধে এই মামলাটি করেন। এতে আসিফ ছাড়াও আরও ৪-৫ জনকে আসামি করা হয়।
এরপর গত বুধবার দিবাগত রাতে রাজধানীর মগবাজারে আসিফ আকবরের স্টুডিও থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল তাকে গ্রেফতার করে। সেদিন দুপুরে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কেশব রায় চৌধুরী আসিফের জামিন ও রিমান্ড আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠান।