কলকাতার টালিগঞ্জের নেতাজি সুভাষ চন্দ্র বসু সড়কের ইন্দ্রপুরী স্টুডিও। এখানে জি বাংলার এ সময়ের অন্যতম জনপ্রিয় সিরিয়াল ‘করুণাময়ী রাণী রাসমণি’র শুটিং হচ্ছে। মেকআপ রুমের পাশে যাওয়ার সময় যে কেউ শুনতে পেয়েছেন গুনগুন শব্দ। দরজায় ভালো করে কান পাতলে বোঝা যেত ভেতরে কেউ পড়ছেন। এ তো নাটকের স্ক্রিপ্ট নয়, বইয়ের পড়া! স্টুডিওতে পড়া মুখস্থ! ব্যাপার কী? কেউ হয়তো পাশ থেকে বলেছেন, ভেতরে ‘রানি মা’ পড়ছেন। কী পড়ছেন? জানা গেল, ‘রানি মা’ মাধ্যমিক পরীক্ষা দেবেন, সেই পড়া পড়ছেন। ‘রাণী রাসমণি’ সিরিয়ালের সেটে বই নিয়ে এসেছেন ‘রানি মা’ দিতিপ্রিয়া রায়। এই সিরিয়ালে তিনি নাম ভূমিকায় অভিনয় করছেন। শুটিংয়ের ফাঁকে সময় পেলেই বই নিয়ে পড়তে বসে যান। গত বুধবার প্রকাশিত ফলাফল থেকে জানা গেল, দিতিপ্রিয়া এবার মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছেন।
নায়িকার এই সাফল্যে গতকাল বৃহস্পতিবার ‘করুণাময়ী ‘রাণী রাসমণি’ সিরিয়ালের সেটে রীতিমতো অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেক, চকলেট আর নানা উপহার ছিল দিতিপ্রিয়ার জন্য। এই ছবি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছেন দিতিপ্রিয়া।
দিতিপ্রিয়া বলেন, ‘মাধ্যমিক পরীক্ষায় ইংরেজিতে লেটার পেয়েছি। ভূগোলে ৭২। আর লাইফ সায়েন্সে ৭০। বাকি সবকিছুতে ৬০-এর ওপরে। গ্রেড-এ।’ আরও বললেন, ‘আমি পরীক্ষা দিতে পারব কি না, তা নিয়েই সন্দেহ ছিল। শুটিং করে পরীক্ষা দিতে গিয়েছি, আবার পরীক্ষা দিয়ে ফিরে এসে শুটিং করেছি। তাই যা পেয়েছি, তাতেই সন্তুষ্ট।’
নিজের ফলাফল নিয়ে বললেন, ‘ভালো করে পড়ার সময় পাইনি। পরীক্ষার দিনগুলোতেও ছুটি পাইনি। ওই কটা দিন যে কীভাবে কেটেছে, ভাবলে নিজেই অবাক হই। আসলে আগে যখন সময় পেয়েছি, তখনই নিজেকে একটু একটু করে তৈরি করেছি। সিরিয়ালের পরিচালকসহ অন্যদের শুরু থেকেই বলে রেখেছিলাম, আমাকে প্রথম হাফে কাজ দিলে দ্বিতীয় হাফে ছাড়তে হবে। আর দ্বিতীয় হাফে কাজ থাকলে প্রথম হাফে ছুটি।’
বাসার সবাই দিতিপ্রিয়ার রেজাল্টে খুব খুশি। গতকাল পাঠ ভবনে হিউম্যানিটিজ নিয়ে একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছেন তিনি। ১৮ জুন থেকে শুরু হবে নতুন ক্লাস। আর এবারও শুটিংয়ের পাশাপাশি চলবে দিতিপ্রিয়ার পড়াশোনা।
- ব্রেকিংবিডিনিউজ২৪ / ০৯ জুন ২০১৮ / তানজিল আহমেদ