ঈদের আগে জমজমাট শুটিংবাড়ি। কিছুদিন আগেও বিভিন্ন নাটকের শুটিং হয়েছে বাইরের লোকেশনে। কিন্তু কাজের সুবিধার্থে আর নিয়মিত বৃষ্টির কারণে এখন শুটিংবাড়িই ভরসা। আপাতত কপালে চিন্তার ভাঁজ দূর হয়েছে শুটিংবাড়ির মালিকদের। এমনটাই জানালেন শুটিং হাউজ অ্যাসোসিয়েশনের সভাপতি খলিলুর রহমান।
তবে কাজ বাড়ার পাশাপাশি বেড়েছে বাড়তি চাপও। এখন মধ্যরাত ছাড়িয়েও হচ্ছে শুটিং। এর বড় কারণ, ঈদের আগেই কাজ শেষ করার তোড়জোড়। খলিলুর রহমান বললেন, ‘আমাদের এখানে নিয়ম হলো রাত ১১টার মধ্যে শুটিং শেষ করার। কিন্তু ঈদের আগে একটু ছাড় দিতে হচ্ছে। সবারই তো কাজ শেষ করার তাড়া আছে। আমরাও এই ছাড়টুকু দিচ্ছি। এখন অনেক সময় রাত ২ টা-৩টা পর্যন্ত শুটিং চলছে।’
অভিনেতা সজল জানালেন মধ্যরাতের পরও চালানো শুটিংয়ের অভিজ্ঞতা। গত মঙ্গলবার বারিধারার একটি বাড়িতে শুটিং করেছেন রাত ২টা অবধি। পরের দিন অর্থাৎ বুধবার সকালেই ছুটেছেন আবার পুবাইলে। বললেন, ‘এটা একটা চাপ। কিন্তু আমরাও চাই কাজটা ভালো হোক। ভালো কাজের জন্য যদি একটু বেশি সময় দিতে হয়, সেটা নাহয় দিলাম। আর রমজান মাসে শুটিং শেষ করে একেবারে সাহ্রি খেয়ে একটু ঘুমিয়ে আবার বের হই।’
জানা গেছে, মূলত দুটি শিফটে কাজ হয় শুটিংবাড়ির। সকাল ৮টা থেকে বিকেল ৪টা একটা শিফট এবং বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত আরেকটা। তবে যদি কেউ রাত ১১টার পরে শুটিং করেন, তার জন্য আলাদা শিফট নির্ধারিত হয়। তবে ঈদের জন্য খানিকটা ছাড় দেওয়া হচ্ছে। এমনটাই জানালেন শুটিং হাউস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবদুল আলীম। বললেন, ‘১১টার পরে যদি কেউ আর আধা ঘণ্টা বা এক ঘণ্টা শুটিং করতে চান, তাহলে ছাড় দিই। কিন্তু সেটা যদি আরও বাড়ে, তাহলে আরেক শিফটের টাকা নেওয়া হয়।’
মধ্যরাত অবধি শুটিং করার অভিজ্ঞতা বললেন অভিনেতা আফরান নিশো। ‘ভালো কাজের স্বার্থে আমরা মধ্যরাতে শুটিং করছি। তবে ভালো কাজের জন্য এবারের দারুণ উদ্যোগ হলো, এক ঘণ্টার নাটকের শুটিং দুই দিনের পরিবর্তে তিন দিন করছেন অনেকেই।’
কিন্তু মধ্যরাত অবধি কাজ করলে শুটিংবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন করার সময়টুকু পাওয়া যায় না। এ ক্ষেত্রে পরিবেশ রক্ষা করা কঠিন হয়ে যায়। তবে ঈদের আগে যা-ই হোক, ঈদের পরে আগের নিয়মেই শুটিং হবে বলে জানালেন খলিলুর রহমান।
ঈদের আগে মধ্যরাত অবধি শুটিং করা প্রসঙ্গে টেলিভিশন নাট্য নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এস এ হক অলিক বলেন, ‘যখন আমরা রাত ১১টা পর্যন্ত শুটিং করার নিয়ম তৈরি করি, তখন বলাই ছিল ঈদের সময় এটা শিথিল করা হবে। তবে ঈদের পর থেকে আবার আগের নিয়মে সবকিছু চলবে।’
- ব্রেকিংবিডিনিউজ২৪ / ০৯ জুন ২০১৮ / তানজিল আহমেদ