প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবির ৭ শিক্ষার্থী

কৃতিত্বপূর্ণ ফলাফলে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৭’র জন্য মনোনীত হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ৭ মেধাবী শিক্ষার্থী।

সম্প্রতি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নিজস্ব ওয়েবসাইটে ১৫৯ জন শিক্ষার্থীর নামের তালিকা প্রকাশিত হয়, যাদের মধ্যে ৭ জন শাবি শিক্ষার্থী।

এসব শিক্ষার্থীরা হলেন, ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অনুষদ থেকে ব্যবসায় প্রশাসন বিভাগের সাজন ধর (সিজিপিএ ৩.৮৫), এগ্রিকালচার অ্যান্ড মিনারেল সায়েন্স অনুষদ থেকে বনবিদ্যা ও পরিবশে বিজ্ঞান বিভাগের রাহেলা খাতুন (সিজিপিএ ৩.৭২), সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে অর্থনীতি বিভাগের সাবরিনা মোস্তাবিন জায়গিরদর (সিজিপিএ ৩.৯১), লাইফ সায়েন্স অনুষদ থেকে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিক্যুলার বায়োলজি বিভাগের সাবরিনা অমিতা সনি (সিজিপিএ ৩.৯৪), ভৌত বিজ্ঞান অনুষদ থেকে পরিসংখ্যান বিভাগের মো. আশিকুল হক (সিজিপিএ ৩.৮৯), ফলিত বিজ্ঞান অনুষদ থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সামিত হক (সিজিপিএ ৩.৯৬) এবং মেডিকেল সায়েন্স অনুষদ থেকে মেডিকেল সায়েন্স বিভাগের আনিকা বুশরা।