সাভারে সড়ক থেকে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে সিঅ্যান্ডবি কলমা সড়কের ছাগল উন্নয়ন খামারের সামনের সড়ক থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত তরুণীর নাম আকলিমা বেগম (২৫)। তিনি মানিকগঞ্জ জেলার শিবালয় থানার বাঁশকান্দি গ্রামের আইয়ুব খানের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাভারের সিঅ্যান্ডবি কলমা সড়কের ছাগল উন্নয়ন খামারের সামনে সকাল সাড়ে ৭টার সময় তরুণীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। তারা ঘটনাস্থল এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মর্গে পাঠান।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফরহাদ হোসেন ভূইয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অটোর সাথে উড়না পেছিয়ে সে মারা যেতে পারে। খবর পেয়ে সাড়ে ৭টার সময় ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়।
আরো পড়ুন : গাঙ্গে ভেসে উঠলো তরুণীর লাশ
রাজনগর (মৌলভীবাজার) সংবাদদাতা
মৌলভীবাজারের রাজনগরে এক তরুণীর (২৮) লাশ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় জানা যায়নি। তার পরনে কালো বোরকা এবং কানে দুল ছিল। শুক্রবার রাত ৮টার সময় উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ খারপাড়া এলাকার মাছুগাঙ্গঁ থেকে লাশটি উদ্ধার করেছে রাজনগর থানার পুলিশ। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
রাজনগর থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যার পর উপজেলার দক্ষিণ খারপাড়া গ্রামের মোবারক মিয়ার বাড়ির কাছে মাছুগাঙ্গেঁর পানিতে একটি লাশ ভাসতে দেখেন স্থানীয় কিছু লোকজন। পরে তারা রাজনগর থানার পুলিশকে খবর দিলে রাত ৮টার সময় স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ লাশ উদ্ধার করে। লাশের ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আরো পড়ুন : পীরগাছায় গৃহবধুর গলিত লাশ উদ্ধার
পীরগাছা (রংপুর) সংবাদদাতা
রংপুরের পীরগাছা উপজেলার পল্লীতে এক গৃহবধুর এসিডদগ্ধ গলিত লাশ উদ্ধার করেছে পীরগাছা থানা পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টায় উপজেলার ছাওলা ইউনিয়নের চর শিবদেব গ্রামের একটি পাট ক্ষেত থেকে ওই লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, উপজেলার ছাওলা ইউনিয়নের চর শিবদেব গ্রামের বেলাল মিয়ার ছেলে জসিম উদ্দিন ভুট্টু (৩৮) সাথে দীর্ঘ ১০ বছর পূর্বে পাশ্ববর্তী পূর্ব হাগুড়িয়া হাসিম গ্রামের আবু বক্করের মেয়ে আয়শা বেগমের বিয়ে হয়। এরপর থেকে তাদের সংসারে মনোমালিন্য হয়ে আসছিল। ঘটনার দিন গত শুক্রবার স্বামী-স্ত্রীর ঝগড়ার এক পর্যায়ে স্বামী জসিম মিয়া ও তার পরিবারের লোকজন স্ত্রী আয়শা বেগমকে হত্যা করে বাড়ি থেকে ৫শ গজ দুরে পাট ক্ষেতে এসিড ঢেলে গৃহবধুর সমস্ত শরীর ঝলসে দেয় এবং এলাকায় তার নিখোঁজের সংবাদ প্রচার করে।
ঘটনার সাত দিন পর গত বৃহস্পতিবার বিকেলে স্থানীয় লোকজন পচা দুর্গন্ধ পেয়ে পাট ক্ষেতে ওই গলিত লাশ দেখতে পায় এবং পুলিশকে খবর দেয়। পরে রাত সাড়ে ৯ টায় পীরগাছা থানা পুলিশ ওই গলিত লাশ উদ্ধার করে এবং গৃহবধুর ব্যবহৃত জামা-কাপড় ও মোবাইল ফোন উদ্ধার করে। নিহত আয়শা ২ সন্তানের জননী। আয়শার পরিবার জানায়, কিছুদিন থেকে জসিম উদ্দিন যৌতুক হিসেবে একটি মোটর সাইকেল দাবি করে আসছিল। তা না পেয়ে স্বামী ও তার পরিবারের লোকজন আয়শাকে হত্যা করেছে। এলাকাবাসী জানান, ওই গৃহবধু নিখোঁজের সংবাদ এলাকায় প্রচার করেই স্বামী জসিম মিয়া বাড়ির আসবাবপত্র নিয়ে পালিয়ে গেছে।
পীরগাছা থানার অফিসার ইনচার্জ সরেস চন্দ্র জানান, এ ঘটনায় ১০ জনের নামে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ফরমান (৫০), বিপ্লব (৩৫)সহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।