‘গ্লোবাল রানিং ডে’ উপলক্ষে ঢাকা ও চট্টগ্রামে দৌড় প্রতিযোগিতা

বিশ্বজুড়ে মানুষকে দৌড়ের প্রতি আগ্রহী এবং অনুপ্রেরণা দিতে গত ৬ জুন পালিত হয় ‘গ্লোবাল রানিং ডে’। এদিন বাংলাদেশেও ২য় বছরের মত দিবসটি পালিত হয়েছে। এ উপলক্ষে ঢাকা ও চট্টগ্রামে ৫ কিলোমিটার দৌড়ের আয়োজন করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় রানারস, কম্পাস ৩৬০ ডিগ্রি অ্যাডভেঞ্চারের সহযোগিতায় রাজধানীতে এ দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতার হসপিটালিটি পার্টনার ছিল আল কাদেরিয়া লি.। আর রেডিও পার্টনার ছিল জাগো এফএম ৯৪.৪। প্রায় ২০০ মানুষ এতে অংশ নেন।

এই আয়োজনে প্রায় ২০০ মানুষ দৌড়ে অংশগ্রহণ করেন। এই আয়োজনকে আরও উৎসাহ দিতে উপস্থিত ছিলেন ঢাবির সাবেক উপাচার্য আ আ স ম আরেফিন সিদ্দিকী।

তিনি বলেন, ‘মাদকমুক্ত সামাজ গঠনে যুবসমাজকে দৌঁড়েরর প্রতি আগ্রহী করে তোলার এ রকম একটা প্রচেষ্টার পাশাপাশি থাকতে পেরে আনন্দিত। আমাদেরকে টেকসই উন্নয়নের লক্ষ্যে এগিয়ে যেতে হলে সুস্থ থাকার কোনো বিকল্প

অপরদিকে দিবসটি উপলক্ষে সাইক্লিং কমিউনিটি এফ এন এফ রাইডারস ও চট্টলা রানারসের সহযোগিতায় চট্টগ্রামে অনুরূপ এক দৌড়ের আয়োজন করা হয়। চট্টগ্রামের সিআরবি থেকে এম এ আজিজ স্টেডিয়াম পর্যন্ত এই দৌঁড় অনুষ্ঠিত হয়।