কুমিল্লার দেবীদ্বার পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে গুলিবিব্ধ হয়ে মো. সুমন (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
গতকাল শুক্রবার দিবাগত রাত সোয়া ১টার দিকে জেলার দেবিদ্বার-চান্দিনা সড়কের ছেচরাপুকুরিয়া রাস্তায় এ ঘটনা ঘটে।
দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান জানান, একদল ডাকাত দেবীদ্বার-চান্দিনা সড়কের ছেচরা পুকুরিয়া এলাকার রাস্তার মাথায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, এমন খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছে ডাকাতদের আটকের চেষ্টা করে। সশস্ত্র ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় পুলিশও আত্মরক্ষায় ১৯ রাউন্ড শটগানের গুলি চালায়।
উভয় পক্ষের গুলি বিনিময়ে নিজেদের গুলিতেই ডাকাত সুমন গুরুতর আহত হন। পরে আহত ডাকাত সদস্যকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত সুমন উপজেলার কুরুইন গ্রামের হাবিবুর রহমানের পুত্র। তার বিরুদ্ধে দেবীদ্বার, চান্দিনা, দাউদকান্দিসহ বিভিন্ন থানায় ডাকাতিসহ আরো অন্যান্য অভিযোগে অন্তত ১৫টি মামলা রয়েছে।