রাজশাহী রেলওয়ে স্টেশনের কাউন্টারের সামনে টিকিট প্রত্যাশীরা বিক্ষোভ করছেন। শনিবার সকালে ১৮ জুনের অগ্রিম ফিরতি টিকিট বিক্রি শুরুর ১৫ মিনিটে মাত্র ১৬টি এসি টিকিট বিক্রির পরই কাউন্টার থেকে জানানো হয় এসির সিট নাই।
টিকিট প্রত্যাশীরা জানান, ঈদের পরে ১৮ জুন থেকে কর্মস্থলে ফিরতে অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি শুরু হয় সকাল সাড়ে ৮টায়। রাজশাহী স্টেশনে টিকিট দেয়া শুরু ১৫ মিনিটের মধ্যেই জানানো হয়, এসির সিট শেষ। তখন পর্যন্ত মাত্র ১৬টি টিকিট ছাড়া হয়েছে। এ ঘটনার প্রতিবাদে টিকিটপ্রত্যাশীরা তাৎক্ষণিকভাবে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।