মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার ‘মার্স কিউরিওসিটি রোভার’ মঙ্গল গ্রহে দুই হাজার ৫৪ দিনের বেশি সময় ধরে আছে।নাসা জানিয়েছে, তারা বিশেষ কিছু খুঁজে পেয়েছে যা আগামীকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে জানানো হবে।
কিন্তু সেটি কী বিষয়ে তা নিয়ে মুখে কুলুপ এঁটেছেন নাসার মহাকাশ গবেষকরা।মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্ব নিয়ে কৌতূহলের শেষ নেই।সেটি জানতেই ১৮ মাস ধরে মঙ্গল গ্রহের লালমাটি খোঁড়া হয়েছে। দীর্ঘ এ প্রচেষ্টায় নাসা কী খুঁজে পেয়েছে তা জানা যাবে আগামীকাল।
নাসা টিভিতে এবং ফেসবুক, টুইচ, আপস্ট্রিম ইউটিউব, টুইটার/পেরিস্কোপে সংবাদ সম্মেলনটি সরাসরি সম্প্রচার করা হবে।
-
ব্রেকিংবিডিনিউজ২৪ / ০৯ জুন ২০১৮ / তানজিল আহমেদ