ঈদে ছোটপর্দায় ‘খাঁচা’

ব্রিটিশ শাসনামলের গল্প নিয়ে সরকারি অনুদানের ছবি ‘খাঁচা’। ছবিটি পরিচালনা করেছেন আকরাম খান। এ ছবিতে অভিনয় করেছেন জয়া আহসান, চাঁদনী, আজাদ আবুল কালাম, আরমান পারভেজ মুরাদ, কায়েস চৌধুরী, মাহবুবা রেজানুর, আকরাম খান, সাদিকা রহমান রাইসা, মামুনুর রশীদ প্রমুখ। ঈদুল ফিতরের ৫ম দিন চ্যানেল আইতে প্রচার হবে ইমপ্রেস টেলিফিল্মের এই ছবিটি। হাসান আজিজুল হকের কাহিনি অবলম্বনে এর চিত্রনাট্য করেছেন আজাদ আবুল কালাম ও আকরাম খান।

১৯৪৭ সালে ব্রিটিশ রাজত্বের অবসানে ভারতবর্ষ ভাগ হয়ে ধর্মের ভিত্তিতে জন্ম হয় দুটি রাষ্ট্র। হিন্দুদের জন্য ভারত আর মুসলিমদের জন্য পূর্ব ও পশ্চিম পাকিস্তান নিয়ে পাকিস্তান রাষ্ট্র। হিন্দুদের একটি বড় অংশ পাকিস্তান থেকে রওনা দেয় ভারতে, আর ভারত থেকে মুসলমানদের একটা বড় অংশ পাকিস্তানে। সাম্প্রদায়িক অসহিষ্ণুতা আর অর্থনৈতিক মন্দার এই সময়ে পূর্ব পাকিস্তানের ব্রাহ্মণ অম্বুজাক্ষের পরিবার সিদ্ধান্ত নেয় ওপার বাংলার মুসলিম পরিবারের সাথে ভিটেবাড়ি বিনিময়ের মাধ্যমে দেশান্তরের। এরপর…?