সাধারণ মানুষের গল্প নাটকটিতে বলা হয়েছে’

সারাবছর ছোটপর্দায় অনিয়মিত হলেও ঈদের নাটকে খুঁজে পাওয়া যায় নৃত্যশিল্পী ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌকে। এবার ঈদের জন্য তিনি অভিনয় করেছেন ‘আমজনতা’ শিরোনামে নাটকে। চ্যানেল আইতে ঈদের চতুর্থ দিন রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে নাটকটি। নাটকটিতে আরো অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম।

গোলাম রাব্বানীর রচনায় নাটকটি পরিচালনা করেছেন নঈম ইমতিয়াজ নেয়ামুল। নাটকটি প্রসঙ্গে মৌ বলেন, ‘যেহেতু কম কাজ করি তাই গল্পের জায়গায় ছাড় দিতে চাই না। সাধারণ মানুষের গল্প এই নাটকটিতে বলা হয়েছে।’

নাটকটির গল্পে দেখা যাবে, একটি কোম্পানিতে চাকরি করেন আফসার। সে আমাদের দেখা রেগুলার মানুষগুলো থেকে আলাদা। বলা যায়, এই তুমুল অস্থির প্রতিযোগিতার সময়ে নিজেকে দলছুট রাখতেই পছন্দ করে সে। তার ছোট্ট একটা সংসার আছে। ছেলেমেয়ে এখনো হয়নি। তবে স্ত্রী শান্তা প্রায়ই তাগাদা দেয় সন্তান নেওয়ার জন্য। কিন্তু আফসার ভয় পায়। যে টাকা বেতন তা দিয়ে কি আর বাচ্চা লালনপালন যাবে। শান্তাও কিছু একটা করার চেষ্টা চালিয়ে যায়।

আফসার মূলত চাকরি করে রহমান ট্রেডার্স নামে একটি কোম্পানিতে।