আপনাকে চমকে দেবে এই ছবিগুলো

ছবিগুলো সাধারণ, কিন্তু সামান্য মারপ্যাঁচে বিভ্রান্তিকর হয়ে দেখা দিয়েছে। শুধুমাত্র বিভ্রান্তকরই নয়, তার মাত্রা এতটাই যে, প্রথমবার দেখলে ছবির আসল বিষয়বস্তু বোঝাই সম্ভব নয়। ইন্টারনেটে প্রতিনিয়তই অদ্ভুত অদ্ভুত সব ছবির মধ্যেও ব্যতিক্রম এগুলো। প্রথম দর্শন যে সবসময় সত্যি নয়, এ ছবিগুলো যেন তারই প্রমাণ-

হরিণের মাথায় গাছ!

আমরা সাধারণত হরিণের মাথায় বড় শিং দেখতে অভ্যস্ত। কিন্তু এত বড় শিং হরিণটির মাথায়? আর তা কীভাবেই বা সম্ভব?

আসলে দেখতে এটি হরিণের শিংয়ের মতো মনে হলেও তা নয়। দূরবর্তী একটি গাছকে সামনে রেখে ছবিটি এমনভাবে তোলা, যা দেখে মনে হচ্ছে গাছটি যেন হরিণেরেই শিং।

কার কোলে কে?

তিনজন এক ফ্রেমে। সঙ্গত কারণেই ছেলেটি যে কোলে নয় তা পরিষ্কার। কিন্তু প্রশ্ন হচ্ছে দুই নারীর কে কার কোলে তা নিয়ে! সময় নিন, ছবিটি দেখুন, উত্তর আপনাআপনি বেরিয়ে আসবে।

পিঁপড়া মারতে হেলিকপ্টার!

দেখে মনে হচ্ছে দৃষ্টিনন্দন বহুতল ভবনের ওপরে একটি দৈত্যাকৃতির পিঁপড়া! যেন, সায়েন্স ফিকশন মুভির চূড়ান্ত কোনো অ্যাকশন দৃশ্য। ওই পিঁপড়াকে ধ্বংস করতে আনা হয়েছে তারচেয়ে সামান্য বড় একটি হেলিকপ্টার! কিন্তু ঘটনা আসলে এটি নয়। যা সত্যি তা হলো, জুসের পাত্রের ওপর হেঁটে বেড়ানো পিঁপড়াটির অনেক দূর দিয়ে উড়ে যাচ্ছে একটি হেলিকপ্টার।

এ কেমন কুকুর!

পাখি আকাশে উড়ে। এটা চিরন্তন সত্য, কিন্তু তাই বলে কুকুরও! ছবিতে দেখা যাচ্ছে একটি কুকুর সমতল থেকে কিছুটা উপর দিয়ে উড়ে যাচ্ছে!

আসলে কুকুরটির দৌড়ানোর মুহূর্তের ফ্রেমবন্দি অবস্থা এটি। যখন পাগুলো অদৃশ্য মনে হয়, এমন সময়টিই বেছে নিয়েছিলেন ফটোগ্রাফার।