সতীর্থদের নিজের রেস্তোরাঁয় খাওয়ালেন মেসি

রাশিয়ায় উড়ে যাওয়ার আগে প্রস্তুতির ফাঁকে নিজের রেস্তোরাঁয় সতীর্থ ফুটবলারদের লাঞ্চ করালেন ফুটবলের জীবন্ত কিংবদন্তি আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।

ইসরায়েলের বিরুদ্ধে প্রীতি ম্যাচ বাতিলের পর বার্সেলোনাতে আরও কিছুদিন প্রস্তুতি সারার সুযোগ পায় মেসিরা।

কাতালান শহর বার্সালোনাকে মেসির ‘সেকেন্ড হোম’ বলা যায়। কারণ ক্লাব ফুটবলে বার্সেলোনাতেই খেলেন মেসি। স্প্যানিশ ক্লাবের সঙ্গে তার সম্পর্কও দীর্ঘদিনের। সেকেন্ড হোমে তাই নিজের একটি রোস্তোরাঁও খোলেন মেসি।

বার্সা শহরের কেন্দ্রেই রয়েছে মেসির এই রেস্তোরাঁ। নাম বেলাভিস্তা দেল জার্দিন নর্তে। বৃহস্পতিবার সেই রেস্তোরাঁতেই আর্জেন্টাইন দলের সতীর্থ ও কোচিং স্টাফদের লাঞ্চ অফার করেন মেসি।

ব্রেকিংবিডিনিউজ২৪ /০৯ জুন ২০১৮ / তানজিল আহমেদ