হীরা গ্রহের প্রাণী বাংলাদেশে

হীরা গ্রহ থেকে একটি প্রাণী বাংলাদেশের এক গ্রামে আসে। কেউ তার কাছে যেতে পারে না। কারণ, সে সৎ ও সত্যবাদীদের শুধু কাছে আসতে দেয়। এদিকে তাকে কেন্দ্র করে শুরু হয় নানা ধরনের ব্যবসা। কেউ পানি পড়া বিক্রি করছে, কেউ তাবিজ, কেউ রসুন পড়া, কেউ আবার আয়নায় ফুঁ দিয়ে সুতা পড়ে দিচ্ছে, কেউ দূরবীনের ব্যবসা, কেউ কালো চশমার ব্যবসা, কেউ আবার আলোর প্রতিফলক হেলমেট ভাড়া দিচ্ছে। মোটকথা তাকে কেন্দ্র করে জমজমাট ব্যবসায় মেতে উঠেছে গ্রামের সবাই।
তবে এমনটা বাস্তবে নয়, দেখা যাবে ‘স্কাইম্যান’ শিরোনামের একটি ছয় পর্বের ধারাবাহিক নাটকে। আসছে ঈদুল ফিতর উপলক্ষে এটি নির্মাণ হয়েছে। নাটকটির গল্প-চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেছেন মৃত্তিক মিরাজ। নাটকে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন সজল ও ঈশানা। আরো অভিনয় করেছেন মাহমুদুল ইসলাম মিঠু, শামীম আহমেদ, সুষমা সরকার, আদৃতা, নাঈম, রিফাত, রনি শীলসহ অনেকে।