বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। যার ফলে রাজধানী ঢাকাসহ সারাদেশে বৃষ্টি পরিমান কমে গিয়ে গরম বেশি অনুভূত হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অধিদপ্তরের কর্মকর্তারা জানান, আজ অথবা কালকের মধ্যেই এটা সুস্পষ্ট লঘুচাপ পরিণত হতে পারে। আর তখনই লঘুচাপটি উপকূলে উঠে আসলে বাড়বে বৃষ্টির পরিমাণ। এদিকে খুলনা, সাতক্ষীরা ও যশোর অঞ্চলসমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও ঢাকা বিভাগে বিস্তার লাভ করেছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু আরও অগ্রসর হওয়ার অনুকূলে রয়েছে। পশ্চিমা লঘুচাপ বিহার এবং তত্সংলগ্ন এলাকায় অবস্থান করছে, এর একটি বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অতিক্রম করে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পরবর্তী ১২ ঘন্টায় উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে।
এদিকে আজ শনিবার চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দম্কা হাওয়া এবং বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। গতকাল ঢাকায় সর্বোচ্চ ও সর্বনিন্ম তাপমাত্রা ছিলো যথাক্রমে ৩৪ দশমিক ৩ ডিগ্রি ও ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতক্ষীরায় ৩৬ দশমিক ৫ ডিগ্রি এবং সর্বনিন্ম শ্রীমঙ্গলে ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।