ভদ্রলোক কর্মসূত্রে ইউনান প্রদেশে থাকেন। সম্প্রতি তিনি নাকে রক্তক্ষরণ নিয়ে বাড়ি ফিরে আসেন। তাঁর স্ত্রী দেখতে পান, নাক থেকে কিছু একটা উঁকি দিচ্ছে।
দু’ সপ্তাহ ধরে নাকের ভিতরে বেজায় অস্বস্তি অনুভব করছিলেন দক্ষিণ চিনের বাসিন্দা ৫১ বছর বয়সি ভদ্রলোক। সেই সঙ্গে চলছিল নাক থেকে ক্রমাগত রক্তপাত। চিকিৎসার জন্য তিনি পৌঁছন স্থানীয় বেইহাই পিপলস’ হসপিটালে। সেখানে চিকিৎসক লিউ জিওগুয়াংগ তাঁর নাক থেকে যা বের করে আনলেন, তার জন্য মিডিয়াও প্রস্তুত ছিল না।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘মিরর’-এর প্রতিবেদন অনুযায়ী, চিকিৎসক জিওগুয়াংগ বেইহাই পিপলস’ হসপিটালের ইএনটি বিভাগীয় প্রধান। তিনি ওই ব্যক্তিকে শান্ত থাকতে বলেন এবং খুবই সাবধানে তাঁর নাক থেকে একটি পুরুষ্টু জোঁক বের করে আনেন। জোঁকটিকে দেখে চোখ ছানাবড়া হয়ে যায় রোগীর।নিজের নাক থেকে জোঁক বেরতে দেখ হতভম্ব রোগী।
জানা গিয়েছে, ভদ্রলোক কর্মসূত্রে ইউনান প্রদেশে থাকেন। সম্প্রতি তিনি নাকে রক্তক্ষরণ নিয়ে বাড়ি ফিরে আসেন। তাঁর স্ত্রী দেখতে পান, নাক থেকে কিছু একটা উঁকি দিচ্ছে। তার পরেই তাঁকে বেইহাই পিপলস’ হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানে নাকে এন্ডোস্কোপি করে দেখা যায়, সেখানে এক জোঁক অবস্থান করছে।
হাসপাতালে নাক থেকে জোঁকটিকে বের করে আনার দৃশ্য শুধু রোগীকেই ভয়ার্ত করে তোলেনি। এই দৃশ্য দেখে উপস্থিত এক নার্সও অজ্ঞান হয়ে পড়েন। অনুমান করা হচ্ছে নদীতে স্নান করার সময়েই এই জোঁক তাঁর নাকে ঢুকে গিয়েছিল।