ব্রেকিং নিউজ দেহ থেকে কান আলাদা হয়ে গেলো বিরাট কোহলির!

চিরাচরিত ব্যাটিং ভঙ্গিমায় দাঁড়িয়ে তিনি। মুখে আগ্রাসনের ভাব স্পষ্ট। দেখে মনেই হবে না যে একটা মূর্তি দাঁড়িয়ে রয়েছে। বুধবারই (৬ মে) দিল্লির মাদাম তুসোয় উদ্বোধন হয়েছে ভারত অধিনায়ক বিরাট কোহালির মোমের মূর্তি।

প্রিয় ক্রিকেটারের মূর্তি দেখতে মিউজিয়ামে হাজির হয়েছিলেন প্রচুর ভক্ত। ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই দেখা গেল বিরাটের মূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। মিউজিয়াম কর্তৃপক্ষের তরফে এর বিবৃতি দিয়ে জানানো হয়েছে, মূর্তিটির ডান কান পড়ে গেছে।

প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, ভক্তেরা তাদের প্রিয় ক্রিকেটারের মূর্তির সঙ্গে সেলফি তুলতে গিয়েই এমন কাণ্ড ঘটেছে। সারাইয়ের জন্য মূর্তিটি মিউজিয়াম থেকে সরিয়েও দেন কর্তৃপক্ষ। পাশাপাশি এটাও জানানো হয়েছে, মূর্তিটির ক্ষতিগ্রস্ত জায়গা ইতিমধ্যেই ঠিক করে ফের মিউজিয়ামে রাখা হয়েছে।

উসেইন বোল্ট, কপিল দেব, ডেভিড বেকহ্যাম, লিওনেল মেসির সঙ্গেই দিল্লির ওই মিউজিয়ামে ঠাঁই হয়েছে বিরাটের। তার মূর্তিটি দেখতে অগণিত ভক্তেরা ওই দিন হাজির হয়েছিলেন। ছবি তো তুলেইছেন, উঠেছে সেলফিও। সেই সময়েই কোনও কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করছেন মিউজিয়াম কর্তৃপক্ষ। তবে এর জন্য দর্শকদের আনাগোনা কোনো ভাবেই প্রভাবিত হবে না বলেও জানানো হয়েছে।

প্রসঙ্গত, দিল্লির কনট প্লেসে গত ডিসেম্বরে এই মিউজিয়ামটি খোলা হয়। সেখানে বলিউড, হলিউডের তারকা, সঙ্গীতজ্ঞ এবং রাজনীতিকদের মোমের মূর্তি স্থান পেয়েছে।