ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার সীমান্তবর্তী ফকিরমোড়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় বিজিবি’র হাতে উদ্ধার হওয়া ২৮টি বিভিন্ন প্রজাতির পাখি শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আনা হয়েছে।
পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোতালেব হোসেন জানান, বুধবার রাতে বিজিবি’র প্রতিনিধি ও কুমিল্লা বন বিভাগের বন কর্মকর্তা আসাদুজ্জামানের কাছ থেকে ৪টি ম্যাকাও, ৬টি প্যারোট, ১৫টি ম্যান্ডালিন ডার্ক ও ৩টি অন্যান্য পাখি বুঝে নেয়া হয়।
তিনি আরো জানান, উদ্ধার হওয়া পাখিগুলো বিভিন্ন ধরনের রোগাক্রান্ত হতে পারে। এরা বার্ডফ্লুসহ কোনো রোগে আক্রান্ত কিনা সেটা যাচাই করার জন্য আপাতত পাখিগুলোকে অন্তত ২১ দিন কোরেন্টাইনে (পৃথক স্থান) রাখা হবে। পরে নিশ্চিত হয়ে এদের মূল বেষ্টনীতে স্থানান্তর করা হবে।