একরাশ তৃপ্তির হাসি মুখে নিয়ে বাজেট ঘোষণার উদ্দেশ্যে হেয়ার রোডের বাসা থেকে সংসদ ভবনের দিকে রওয়ানা হয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বেলা সাড়ে ১২টায় জাতীয় সংসদে ৪ লাখ ৬৮ হাজার ২শ’ কোটি টাকার ব্যয় পরিকল্পনা নিয়ে ২০১৮-১৯ অর্থবছরের জাতীয় বাজেট পেশ করবেন। ইতোমধ্যেই তিনি বাজেট পেশের জন্য পুরোপুরি প্রস্তুতি নিয়ে রেখেছেন।
এটি হবে তার ১২তম জাতীয় বাজেট। একইসঙ্গে বর্তমান সরকারের টানা ১০ বারের বাজেট ঘোষণার নতুন রেকর্ডও গড়বেন তিনি।
এর আগে আবুল মাল আবদুল মুহিত এরশাদ সরকারের অর্থমন্ত্রী হিসেবে ১৯৮২-৮৩ ও ১৯৮৩-৮৪ অর্থবছরের বাজেট ঘোষণা করেছিলেন। এর আগে বিএনপি সরকারের অর্থমন্ত্রী এম. সাইফুর রহমান তিন মেয়াদে ১২টি বাজেট দিয়ে শীর্ষে অবস্থান করলেও একটানা ৫টির বেশি বাজেট ঘোষণা করতে পারেননি সাইফুর রহমান।
গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও পাওয়ার পয়েন্টের মাধ্যমে বাজেট বক্তৃতা উপস্থাপন করবেন অর্থমন্ত্রী।
বাজেটে রাজস্ব আয়ের সম্ভাব্য আকার ৩ লাখ ৪০ হাজার কোটি টাকা। এর মধ্যে এনবিআরকে আদায় করতে হবে ২ লাখ ৯৬ হাজার কোটি টাকা, ভ্যাট থেকে ১ লাখ ১০ হাজার কোটি, আয়কর থেকে ১ লাখ ২০০ কোটি আর শুল্ক থেকে আয় হতে পারে সাড়ে ৮৫ হাজার কোটি টাকা।
আগামী অর্থবছরের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচী চূড়ান্ত হয়েছে ১ লাখ ৮০ হাজার ৮৬৯ কোটি টাকা। বাজেটে মূল্যস্ফীতি ধরা হয়েছে ৫.৫%, প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা রাখা হয়েছে ৭.৮%।
সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় উপকারভোগীর সংখ্যা বাড়ানো হয়েছে ১০ লাখ। মাতৃত্বকালীন এবং দুগ্ধদানকারী গরীব কর্মজীবি মায়েদের ভাতা ৩০০ টাকা করে বাড়ানো হয়েছে।