সন্ধ্যায় কানাডা যাচ্ছেন প্রধানমন্ত্রী

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর আমন্ত্রণে জি-৭ শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে যোগ দিতে চারদিনের সফরে বৃহস্পতিবার কানাডা যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সন্ধ্যায় এমিরেটসের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করবেন তিনি। দুবাই হয়ে শুক্রবার সকালে টরেন্টো পৌঁছাবেন প্রধানমন্ত্রী।

শুক্রবার সন্ধ্যায় তিনি জি সেভেন শীর্ষ সম্মেলনে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে কানাডার গভর্নর জেনারেলের দেয়া নৈশভোজে অংশ নেবেন।

শনিবার জি সেভেন আউটরিচ নেতাদের সঙ্গে কর্মসূচিতে অংশ নেবেন শেখ হাসিনা। রোববার সকালে তিনি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে বৈঠক করবেন।

সেদিনই তিনি কুইবেক থেকে টরেন্টোতে ফিরে আসবেন এবং সন্ধ্যায় প্রবাসী বাংলাদেশীদের সঙ্গে মতবিনিময় করবেন। এছাড়াও প্রধানমন্ত্রী কানাডার মিয়ানমার বিষয়ক বিশেষ দূত ববরে’র সঙ্গে বৈঠক করবেন। মঙ্গলবার রাতে তার দেশে ফেরার কথা রয়েছে।