সজল-শবনম ফারিয়ার ‘প্রত্যাশার চাঁদরাত’

চয়নিকা চৌধুরীর পরিচালনায় এবার ঈদের বিশেষ নাটক ‘প্রত্যাশার চাঁদরাত’। নাটকটি রচনা করেছেন ফারিয়া হোসেন। এতে পলাশ চরিত্রে অভিনয় করেছেন সজল এবং মায়া চরিত্রে অভিনয় করেছেন শবনম ফারিয়া।

গল্পের শুরু, আলতাফ সাহেব ও আতিয়া বানু নিঃসন্তান দম্পত্তি, ৩৫ বছরের সংসার জীবন। নানা খুনসুটিতে হাপিয়ে উঠেছেন দুজন, যে বাসাটায় থাকেন বাসার ছাদে একটা চিলেকৌঠা আছে তারা সিদ্ধান্ত নিয়েছেন চিলেকৌঠা ভাড়া দিবেন। পলাশ বাসা ভাড়া নিতে আসে কিন্তু আলতাফ সাহেব ব্যাচেলর ভাড়া দিবেন না কাকতালীয়ভাবে হাজির হয় মায়া। নিজেকে পলাশের স্ত্রী দাবী করে বসে, পলাশ হতভম্ব।

ভাড়া দেবেন কি দেবেন না আলতাফ সাহেব ও আতিয়া বানুর মধ্যে ঝগড়া শুরু হয়। তারা সিদ্ধান্ত নেন বাসা ভাড়া দিবেন তবে দুজনকে আলাদা থাকতে হবে, আতিয়া বানুর সাথে থাকবে মায়া, আলতাফ সাহেবের সাথে থাকবে পলাশ। মায়া কেন পলাশের স্ত্রী দাবী করে পলাশ জানতে উঠে-পড়ে লাগে।

আলতাফ সাহেব ও আতিয়া বানুর সংসারে এরকম গল্প নিয়েই ‘প্রত্যাশার চাঁদরাত’ নাটক। চাঁদরাত সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুধুমাত্র বৈশাখী টেলিভিশনে নাটকটি প্রচারিত হবে।