শূন্যতা’য় ডুবে আছেন শাওন গানওয়ালা

পুরোদস্তুর গানের মানুষ তিনি। শুধু পেশাদারই নন, নিজেকে পরিচয় দেন ‘গানওয়ালা’ নামে। তিনি সাজ্জাদ হোসেন শাওন, শাওন গানওয়ালা। সম্প্রতি সাউন্ডটেকের ব্যানারে প্রকাশিত হয়েছে তাঁর অষ্টম সিঙ্গেল প্রজেক্ট ‘শূন্যতা’।

এ-প্রসঙ্গে কথা হয় তাঁর সাথে। জানান, ছয় বছর বয়সেই গানে হাতেখড়ি। এর পর শুধু গান আর গান। গানই তাঁর ধ্যান-জ্ঞান-তপস্যা। গান ছাড়া আর কিছুই বোঝেন না, বোঝার কোনো অবকাশও নেই।

শান্তা মারিয়াম বিশ্ববিদ্যালয় থেকে উচ্চাঙ্গ সংগীতে স্নাতক আর নজরুল সংগীতে স্নাতকোত্তর শাওন গানওয়ালা একজন সংগীতের শিক্ষক। উত্তরায় অবস্থিত আন্তর্জাতিক শিক্ষপ্রতিষ্টান ব্র্যান্ড দিল্লি পাবলিক স্কুলের সংগীত বিভাগের বিভাগীয় প্রধান এবং লেকচারার। সেই সাথে রেডিও ক্যাপিটালের আরজে তিনি।

রেডিও ক্যাপিটালের সংগীত বিষয়ক অনুষ্ঠান ‘ব্যাকস্ট্রিট ভয়েস’-এর সঞ্চালক তিনি। অনুষ্ঠানটি শনি, রবি, বুধ ও বৃহস্পতিবার রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত প্রচারিত হয়।

দীর্ঘ সংগীত ক্যারিয়ারে তাঁর সলো অ্যালবাম রয়েছে ১টি। ২০১২ সালে ‘স্পর্শ করি তোমায়’ শিরোনামে ১১টি গান নিয়ে তাঁর প্রথম একক অ্যালবামটি প্রকাশিত হয়। এ ছাড়াও তিনি ১৬টি মিক্সড অ্যালবামে কাজ করেছেন। আর ‘শূন্যতা’ তাঁর অষ্টম সিঙ্গেল প্রজেক্ট।

অরণ্য ভৌমিকের কথায় ও রেমো বিপ্লবের সুর ও সংগীতে ‘শূন্যতা’ গানটির নান্দনিক লিরিক ভিডিও গত ২ জুন সাউন্ডটেকের ঈদ এক্সক্লুসিভ হিসেবে প্রকাশিত হয়েছে।