ঊর্মিলার ‘একটি রঙিন দিন’

চ্যানেল আইতে ঈদুল ফিতরের দ্বিতীয় দিন রাত ৯টা ৩৫ মিনিট প্রচার হবে নাটক ‘একটি রঙিন দিন’। এটি রচনা করেছেন সাজিন আহমেদ বাবু ও পরিচালনা করেছেন রাজিব রসুল। অভিনয় করেছেন সালাহউদ্দিন লাভলু, ঊর্মিলা শ্রাবন্তী কর, ফারুক আহমেদ, দিলারা জামান, সোহেল খান প্রমুখ।

ফয়েজ চুপচাপ স্বভাবের খুবই সাদাসিঁধে একটা ছেলে। কম কথা বলে। ফয়েজ বিএ পাস, কিন্তু তার বেশভূষার কোনো সিমটম নেই। বাবা বেঁচে নেই, তাই গ্রাম থেকে বড় চাচা একটা চিঠি লিখে শহরের এক আত্মীয়ের কাছে পাঠিয়েছে একটা কাজের ব্যবস্থা করে দেওয়ার জন্য। চিঠি পড়ে রমজান সাহেব আপাতত তার পিএস হিসেবে তার কাছেই রেখে দেয়। তার সাথে অফিসে যায় আর বাসায় এলে বাসার কাজ করে। ছোট বড় সকল কাজই সে খুব উত্সাহ নিয়ে করে। অল্প কয়েকদিনের মধ্যেই ফয়েজ তার পরিশ্রম ও সততা দিয়ে সবার মন জয় করে ফেলে। কিন্তু তার সততা এবং সত্য কথা বলা কিছু কিছু সময় অন্য সবার সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। কেউ তাকে কোনো ব্যাপারে স্বাক্ষী মানলে বা তার সামনে কেউ মিথ্যে বললে সে সাথে সাথে অন্যদের সামনে সত্যটা বলে দেয়। কিন্তু তার এই সততা দেখে একজন উকিল তার চেম্বারে পিয়নের চাকরি দেয়। এরপর?