‘ভালো কিছু দেয়ার চেষ্টা থেকেই এটি করেছি’

জনপ্রিয় মডেল-অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। আসছে ঈদের কাজ নিয়ে দারুণ ব্যস্ত সময় পার করছেন। ঈদে একাধিক নাটক-টেলিছবিতে তাকে দেখা যাবে বলে জানান তিনি। এরইমধ্যে ঈদের জন্য শহীদুন্নবীর ‘ঘামবাবু’, অনিমেষ আইচের ‘গিফট’, সাগর জাহানের ‘দুলু বাবুর্চি’, সোহেল রানা ইমনের ‘মেঘ পিয়নের চিঠি’ ও মুরছালিন শুভর ‘মি. অ্যান্ড মিসেস লিয়াকত’ শীর্ষক নাটকগুলোর কাজ শেষ করেছেন। ছোট পর্দার বাইরে ‘আনম্যারিড ওয়াইফ’ শিরোনামের একটি ওয়েব সিরিজেও এই অভিনেত্রীকে দেখা যাবে। ঈদের কাজের ব্যস্ততা প্রসঙ্গে ভাবনা বলেন, ঈদে ঠিক কতগুলো নাটক-টেলিছবিতে দেখা যাবে সেটি বলতে পারছি না।
কারণ, আমি কখনো গুনে কাজ করি না। কাজের সংখ্যা হিসাব করি না। তবে যে কাজগুলো করেছি তার প্রত্যেকটা ভালো মানের হয়েছে। দর্শকের বিরক্ত হওয়ার মতো কাজ থেকে দূরে থাকার চেষ্টা করেছি। বাকিটা নাটকগুলো প্রচার হওয়ার পর বোঝা যাবে দর্শকের প্রতিক্রিয়া কেমন। এই ঈদে দর্শকের জন্য বড় চমক হলো ভাবনার ‘গুলনেহার’ টেলিছবিটি। তার লেখা প্রথম উপন্যাস থেকে এটি নির্মাণ হয়েছে। আর নির্মাণ করেছেন অনিমেষ আইচ। ঈদের তৃতীয় দিন বাংলাভিশনে টেলিছবিটি প্রচার হবে। এ প্রসঙ্গে ভাবনার ভাষ্য, ‘গুলনেহার’ আমার জন্য অনেক আনন্দের। এটি নতুন একটি অভিজ্ঞতাও বলা যায়। একজন বৃদ্ধার গল্প এটি। সে চরিত্রটি করেছেন দিলারা জামান। চরিত্রটির জন্য তিনি আমার অনেক প্রশংসা করেছেন। চরিত্রটি নিয়ে তিনি দারুণ উচ্ছ্বসিত ছিলেন বলেও জানিয়েছেন। আমার এই টেলিছবিতে রোকেয়া প্রাচী, শাহাদাৎ হোসেন, দীপক সুমন, তমালিকা কর্মকার, ছবি, সুষমা সরকারসহ অনেক তারকা অভিনয় করেছেন। কোনো কিছুতে আমি অপূর্ণ রাখিনি। দর্শকের ভালো কিছু দেয়ার চেষ্টা থেকেই এটি করেছি। এবার ঈদে কেমন গল্পের নাটকে অভিনয় করছেন? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ঈদের নাটকের মধ্যে রোমান্টিক, কমেডি ও সিরিয়াস তিন ধরনেরই নাটক রয়েছে। কারণ, নিজেকে একজন দক্ষ অভিনয়শিল্পী হিসেবে প্রমাণ করতে হলে সব ধরনের কাজেই ভালো অভিনয় করা প্রয়োজন। বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করলে দর্শকও একজন শিল্পীকে নানাভাবে আবিষ্কার করতে পারেন। আমি চাই দর্শক আমার কাজের মধ্য দিয়ে আমাকে বিভিন্নভাবে জানুক। কোনো একটি নির্দিষ্ট সীমানার মধ্যে নিজেকে আবদ্ধ রাখতে চাই না। ছোট পর্দার বাইরে বড় পর্দায়ও এই গ্ল্যামারকন্যাকে দেখা গেছে। অনিমেষ আইচের ‘ভয়ঙ্কর সুন্দর’ ছবি দিয়ে দর্শকের মনে দাগ কাটেন তিনি। কিন্তু এটির পর ভাবনাকে আর কোনো চলচ্চিত্রে দেখা যায়নি। এ প্রসঙ্গে তিনি বলেন, চলচ্চিত্র বিশাল এক মাধ্যম। নাটকে একটি-দুটি কাজ খারাপ করলেও তা দর্শক ভুলে যান। তবে চলচ্চিত্র প্রামাণ্য দলিল হয়ে থাকে। তাই আমার প্রথম ছবি দিয়ে যে সাড়া পেয়েছি তা অব্যাহত রাখতে চাই। এ জন্য যেনতেন গল্পের ছবি ফিরিয়ে দিচ্ছি। গল্প ও চরিত্র পছন্দ হলে যে কোনো ধরনের ছবিতেই কাজ করতে চাই। ভালো গল্পের অপেক্ষায় রয়েছি। সম্প্রতি ভাবনা সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে তার বিয়ে নিয়ে একটি পোস্ট দেন। সেটিতে ২০টি সিনেমাতে অভিনয় না করার আগ পর্যন্ত বিয়ে করবেন না বলেও জানান তিনি। এই প্রসঙ্গে ভাবনার কাছে জানতে চাইলে বলেন, কিছু অনলাইন না জেনে, কথা না বলে মনগড়া সংবাদ প্রকাশ করে। সম্প্রতি আমার বিয়ে নিয়ে তেমন সংবাদ প্রকাশ করা হয়। তাই বলেছি আমি মাত্র সিনেমায় কাজ শুরু করেছি। অন্তত ২০টি সিনেমায় অভিনয় করতে চাই। তারপর বিয়ে নিয়ে ভাববো। এখন বিয়ে নিয়ে কোনো পরিকল্পনা নেই। আলাপনে সর্বশেষ এই অভিনেত্রীর কাছে তার লেখালেখি সম্পর্কে জানতে চাইলে বলেন, আগামী গ্রন্থমেলায়ও নতুন বই প্রকাশ করার ইচ্ছে রয়েছে। ঈদের পরেই নতুন বইয়ের কাজ শুরু করবো। তবে কি বই প্রকাশ করবো তা এখন বলতে চাই না। সবার জন্য সেটি চমক হিসেবেই থাক।