একসময়ের রাজা, সব সময়ের রাজা : কালা প্রসঙ্গে সিনেপ্রেমীরা

আজ বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে ভারতের ছবির সবচেয়ে বড় তারকা দক্ষিণী মেগাস্টার রজনীকান্তের ‘কালা’। আজ ভারতীয় সময় ভোর সাড়ে ৪টার সময় প্রথম শো’টি দেখানো হয়। প্রেক্ষাগৃহে তিল ধারণের জায়গা ছিল না। সিনেপ্রেমীদের ভিড়ে যেন ভেঙে পড়ছিল হলগুলো।

যদিও চলচ্চিত্র সমালোচকরা এখনো তাঁদের রায় দিতে পারেননি। তবে যাঁরা রায় দেওয়ার, তারা ঠিকই দিয়েছেন। ‘কালা’কে ইতিমধ্যে সুপারহিট ঘোষণা করেছেন সিনেপ্রেমীরা।

সিনেপ্রেমীরা ট্যুইটার ও অন্যান্য যোগাযোগ মাধ্যমে ‘কালা’র জন্য যে পরিমাণ মন্তব্য ইতিমধ্যে করেছেন, সে পরিমাণ মন্তব্য এর আগে কোনো ছবির ক্ষেত্রে হয়েছে বলে জানা নেই। প্রতিটি ট্যুইটেই প্রশংসায় ভাসছে ‘কালা’।

‘একসময়ের রাজা, সব সময়ের রাজা’- এটাই ছিল আসলে ভক্তদের শেষ কথা। বর্তমান সময়ে ভারতের চলচ্চিত্র ইতিহাসের সবচেয়ে বড় তারকা রজনীকান্ত তাঁর ভক্ত-অনুরাগীদের কাছে এমনটাই।

পি এ রঞ্জিত পরিচালিত ‘কালা’ প্রযোজনা করেছেন রজনীকান্তের মেয়ের জামাই প্রযোজক-অভিনেতা ধানুশ। ছবিটিতে আরো আছেন নানা পাটেকার, হুমা কুরেশি, অঞ্জলি পাতিল, ঈশ্বরী রাও প্রমুখ।