বলিউড সেলেব হোক বা ক্রিকেট তারকা, তাঁদের বিয়ে থেকে হনিমুন সবেতেই কড়া নজর থাকে পাপারাত্জিদের। তবে শুধু মিডিয়া নয়, নেটিজেনদের আগ্রহও সে বিষয়ে কম কিছু নয়। অনেক ক্ষেত্রে আবার সোশ্যাল মিডিয়ায় নানা ছবি পোস্ট করে তারকারাই সেই উত্সাহকে বাড়িয়ে তোলেন বেশ কয়েক ডিগ্রি। জানেন হনিমুনের জন্য কোন জায়গাকে বেছেছিলেন এই ক্রিকেট তারকারা?
রোহিত শর্মা-রীতিকা: ২০১৫ সালে রীতিকা সজদের সঙ্গে চার হাত এক হয় রোহিতের। বাইশ গজের এই সুপারস্টার ব্যক্তিগত জীবনেও নাকি খুব রোম্যান্টিক। হনিমুনে ইতালি উড়ে গিয়েছিলেন এই যুগল।
মহেন্দ্র সিংহ ধোনি-সাক্ষী: ২০১০ সালের জুলাই মাসে সাক্ষী রাওয়তকে বিয়ে করেন ‘ক্যাপ্টেন কুল’। রোম্যান্টিক হনিমুনের জন্য ওই বছরই নভেম্বরে গোয়া উড়ে যান যুগল। ওয়াটার স্পোর্টস থেকে ক্যান্ডেল লাইট ডিনার, সাক্ষী-মাহির মধুচন্দ্রিমাও ছিল একেবারে ‘কুল’।
শিখর ধবন-আয়েষা: সোশ্যাল মিডিয়ায় আলাপ এবং সেখান থেকেই প্রেম শিখর ধবন ও আয়েষা মুখোপাধ্যায়ের। পেশায় কিকবক্সার আয়েষা নিজেও স্পোর্টস খুবই পছন্দ করেন। বিয়ের পর মধুচন্দ্রিমা কাটাতে অস্ট্রেলিয়াকে বেছে নিয়েছিলেন এই যুগল।
দীনেশ কার্তিক-দীপিকা: নিজেদের ‘লভ লাইভ’কে বরাবরই মিডিয়ার আড়ালে রেখেছিলেন দীনেশ-দীপিকা। ২০১৫ সালে স্কোয়াশ খেলোয়াড় দীপিকার সঙ্গে চার হাত এক হয় দীনেশের। হনিমুনে মলদ্বীপে উড়ে গিয়েছিলেন এই যুগল।
অজিঙ্ক রাহানে-রাধিকা: ২০১৪ সালে ছেলেবেলার বান্ধবী রাধিকা ধোপাভকরকে বিয়ে করেন অজিঙ্ক। রোম্যান্টিক হনিমুনের জন্য প্রকৃতির কোলে সাজানো ইন্দোনেশিয়ার বালিকে বেছে নিয়েছিলেন এই যুগল।
রবিন উথাপ্পা-শীতল: দীর্ঘ দিনের প্রেমিকা টেনিস খেলোয়াড় শীতল গৌতমকে রবিন বিয়ে করেন ২০১৬ সালে। শত ব্যস্ততার মাঝেও এক সঙ্গে সময় কাটাতে ইউরোপ উড়ে যান দম্পতি।
সুরেশ রায়না-প্রিয়ঙ্কা: এক্সোটিক হনিমুনের জন্য সুরেশ এবং প্রিয়ঙ্কা বেছে নিয়েছিলেন ইতালির মিলান। তাঁদের এক সঙ্গে সময় কাটানোর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছিলেন রায়না।
বিরাট কোহালি-অনুষ্কা শর্মা: পাপারত্জিদের চোখকে ফাঁকি দিতে গোপনে ইতালিতে রূপকথার ডেস্টিনেশন ওয়েডিং সেরেছিলেন ‘বিরুষ্কা’। এই দুই হাই প্রোফাইল সেলেবের হনিমুন নিয়েও নেটিজেনদের উত্সাহের অন্ত ছিল না। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে যুগল জানিয়েছিলেন তাঁরা ফিনল্যান্ডে ছুটি কাটাচ্ছেন।
গৌতম গম্ভীর-নাতাশা: ২০১১ সালে নাতাশা জৈনকে বিয়ে করেন এই ক্রিকেট তারকা। মধুচন্দ্রিমা কাটাতে মলদ্বীপকে বেছে নিয়েছিলেন যুগল।