বৃহস্পতিবার লঞ্চ হয়েছে চীনা কম্পানি শাওমির নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন এমআই ৮। এখনো বাজারে আসেনি ফ্ল্যাগশিপটি। কিন্তু জনপ্রিয় ক্যামেরা রেটিং ওয়েবসাইট ডিএক্সওমার্ক এর কাছে পৌঁছে গিয়েছে এমআই ৮ ফোনটি। আর এমআই ৮ এর ক্যামেরা টেস্ট করে সেই ক্যামেরার রেজাল্ট নিজেদের ওয়েবসাইটে জানিয়ে দিয়েছে ডিএক্সওমার্ক। আর এই টেস্টে এমআই ৮ পেয়েছে ৯৯ মার্ক।
আশ্চর্যভাবে আইফোন এক্স এর থেকে ২ মার্ক বেশি পেয়েছে চীনের এই ফ্ল্যাগশিপ। এছাড়াও গ্যালাক্সি এস ৯+ ও গত বছর ডিএক্সওমার্ক এ ৯৯ মার্ক পেয়েছিল। সব মিলিয়ে এমআই মিক্স ২এস এর থেকে অনেকটাই বেশি নম্বর পেয়েছে নতুন এমআই ৮।
ছবি তোলার জন্য ডিক্সওমার্ক টিমের কাছ থেকে মি এইট ১০৫ নম্বর পেয়েছে। ভিডিও তোলার জন্য পেয়েছে ৮৮। আপাতত মোবাইলের দুনিয়ায় ডিক্সওমার্ক এ সেরা নম্বর পেয়েছে হুয়াওয়ে পি ২০ প্রো। ছবি তোলার জন্য এই ফোন পেয়েছে ১১৪ নম্বর, আন্যদিকে ভিডিও তোলার জন্য হুয়াওয়ে পি ২০ প্রো পেয়েছে ৯৮ নম্বর। আর এই লিস্টেই ৪ নম্বরে গ্যালাক্সি এস নাইন প্লাসের সঙ্গে জায়গা করে নিয়েছে নতুন শাওমি মি এইট।
ডিক্সওমার্ক-এর রেটিং লিস্টে ৫ নম্বরে আছে গুগল পিক্সেল টু। ছবি তোলার জন্য গুগল পিক্সেল টু পেয়েছে ৯৯ নম্বর। আর ভিডিও তুলে পেয়েছে ৯৬ নম্বর। ক্যামেরার জন্য বিখ্যাত আইফোনের লেটেস্ট মডেল আইফোন এক্স এই লিস্টে ৬ নম্বর স্থান দখল করেছে। ছবি তোলার জন্য আইফোন এক্স পেয়েছে ১০১, আর ভিডিওতে পেয়েছে ৮৯।