দুর্দন্ত অশালীনতা ঠেকাতে কাঁটাতারের ঘের

রাজধানীর দৃষ্টিনন্দন হাতিরঝিলের ব্রিজগুলোতে প্রেমিক-প্রেমিকা জুটির আপত্তিকর অবস্থা এড়াতে কাঁটাতারে ঘের দিয়েছে কর্তৃপক্ষ।

ব্রিজের ওপর সন্ধ্যার আগে ও পরে প্রেমিক জুটির দাঁড়ানো ঠেকাতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রকল্প কর্মকর্তা মেজর সাদিক শাহরিয়ার। এদিকে তরুণ-তরুণীদের অশালীনতা রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এলাকার সাধারণ জনগণ।

সারাদিনের কর্মব্যস্ততা শেষে একটু প্রশান্তি ও বিনোদনের খোঁজে রাজধানীর হাতিরঝিলে ছুটে আসে নানা ধরনের মানুষ। সকালে শরীর চর্চা, বিকেলে সাইক্লিং আর সন্ধ্যা হলে আড্ডাসহ সারাবেলাই মুখর থাকে হাতিরঝিল এলাকা। সন্ধার পর পরই দেখা যায় তরুণ তরণীর মিলন মেলা।

ব্রিজের রোলিংয়ে হেলান দিয়ে গভীর রাত পর্যন্ত আড্ডা দিতে দেখা যায় জোড়ায় জোড়া কপোত কপোতিদের। আবার ঝিলের নিচের অংশে ঘাসের উপরও বসে থাকতে দেখা যায় তাদেরকে। আর তাই নগরবাসীর অনেকে এখন হাতিরঝিলকে আখ্যা দিয়েছেন ডেটিং স্পট হিসেবে।

দিনের শুরু থেকে সন্ধ্যা এমনকি রাত ১১টা পর্যন্ত যারা চলাচল করেন তাদের চোখেই পড়ে কপোত-কপোতীদের অশালীন এ মিলনমেলা। গভীর রাতেও কোনো কোনো প্রেমিকযুগল হাতিরঝিলকে বেছে নেন প্রেমকুঞ্জ হিসাবে।

অশলীনতা রোধে কর্তৃপক্ষের এই উদ্যেগকে স্বাগত জানিয়েছে এলাকার সাধারণ জনগণ। সকাল বেলা হাঁটতে আসা একজন স্থানীয় এলাকাবাসী বলেন, অমরা কর্তৃপক্ষকে সাধুবাদ জানাই এইধরনের একটা ভালো উদ্যেগ গ্রহণ করবার জন্যে। আমার আশাকরি এভাবে সকলপ্রকার অশ্লিলতা ও মাদক ছিনতাই দূর করতে প্রশাসন আরো বেশি কঠোর ভূমিকা রাখবে।

এই প্রসঙ্গে প্রকল্প কর্মকর্তা মেজর সাদিক শাহরিয়ার বলেন, অবৈধ বাইক পার্কিং করে আপত্তিকর অবস্থায় তারা দাঁড়িয়ে থাকে। এক্সপ্রেসওয়ের ওপর এভাবে দাঁড়ানো বা পার্কিং সম্পূর্ণ নিষেধ। বারবার তাদের বলেও কাজ হয়নি। এ কারণে কাঁটাতারের বেড়া দেওয়া হলো।

এ পদ্ধতিতে কাজ হলে হাতিরঝিলের সবগুলো ব্রিজের দু‘পাশে কাঁটাতার জড়িয়ে দেওয়া হবে বলেও জানান মেজর শাহরিয়ার।